জম্মু কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের সময় হওয়া পাথরবাজির ঘটনা ভারতীয় সেনার (Indian Army) জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কয়েকদিনের মধ্যে এরকম দুই থেকে তিনটি ঘটনা সামনে এসেছে। প্রতিটি ঘটনায় পাথরবাজদের সাহজ্যের ফলে জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছে। আর এই ঘটনার পর সেনা আবারও পাথরবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সেনার নতুন পরিকল্পনা অনুযায়ী, সেনার উপর পাথর ছোঁড়া ব্যাক্তিদের বিরুদ্ধে খুব শীঘ্রই একটি অভিযান শুরু করা হবে। এই অভিযানকে সফল বানানোর জন্য কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স ( CRPF ) আর জম্মু কাশ্মীর পুলিশ স্পেশ্যাল অপারেশন স্কোয়াড এর কম্যান্ডোদের নিয়ে একটি সংযুক্ত দল গঠন করেছে।
জম্মু আর কাশ্মীরের আইন ব্যাবস্থার সাথে যুক্ত এক বরিষ্ঠ আধিকারিক জানান, এই অভিযানকে সফল বানানোর জন্য স্থানীয় পুলিশ, CRPF আর আর্মি ইন্টেলিজেন্সের সাহায্য নেওয়া হবে। উনি বলেন, সেনার এখনকার অভিযান আর আগের বছর গুলোর করা অভিযান পুরোপুরি আলাদা হবে। এই অভিযানকে সফল বানানোর জন্য সেনার জয়েন্ট টিম ওই অরাজকতা সৃষ্টি করা মানুষ গুলোকে চিহ্নিত করা শুরু করে দিয়েছে, যারা উপতক্যায় যুবকদের পাথর ছোঁড়ার জন্য উৎসাহিত করে।
এই অভিযানে তাঁদেরও চিহ্নিত করা হবে, যারা এই পাথর ছোঁড়ার জন্য কাশ্মীরি যুবকদের আর্থিক সাহায্য করে। উনি বলেন পাথরবাজদের মাস্টার মাইন্ডদের পুরোপুরি চিহ্নিত করার পরেই এই অভিযান শুরু করা হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2HVKeU4
Bengali News