AIDS(এইডস) এর কবলে পুরো পাকিস্তান:-
পুরো বিশ্বের জন্য সবথেকে ভালো সময় ছিল সত্যযুগ। আর সবথেকে খারাপ সময় এই কলিযুগে আসবে বলে ভবিষ্যতবাণী করা হয়েছে। এখন কলিযুগ চললেও মনুষ্য সমাজের একবারে দুর্দশা শুরু করে এখনও অনেক সময় বাকি। তবে বিশ্বের একটা দেশে এখন থেকেই কলি কালের দুর্দশা আরম্ভ হয়ে গেছে বলে মনে হচ্ছে। সেই দেশ হলো পাকিস্তন। আতঙ্কবাদ ছোড়ানোর দেশ পাকিস্তান এখন বিনাশের চরম সীমায় পৌঁছে গেছে। জিনিসপত্রের দাম থেকে শুরু করে মানুষের জীবনযাপনের স্থিতি এমন স্তরে পৌঁছে গেছে যে সেখান থেকে বেরিয়ে আশা প্রায় অসম্ভব মনে হচ্ছে।
আর্থিক ও খাদ্য সংকটের সাথে সাথে পাকিস্তান এখন নতুন এক সমস্যার সম্মুখীন হয়েছে। যার নাম এডস(AIDS) রোগ, মানুষের জীবনকে নরকে করে দেওয়া রি।রোগ এখন পাকিস্তানকে গ্রাস করে নিয়েছে। এইডস এখন পাকিস্তানে মহামারির মত ছড়িয়ে গেছে। পাকিস্তানের সিন্ধ ও পাঞ্জাব প্রান্ত থেকে চাঞ্চল্যকর রিপোর্ট WHO এর সামনে এসেছে। WHO এর কর্তৃপক্ষ লাহোর ও করাচিতে তদন্তকারী টিম প্রেরণ করেছে।
পাকিস্তানের লারাকানা ও রাতোডেরো শহরে ৭৫০ টি এইডস এর রোগী ধরা পড়েছে। এডস রোগীদের স্যাম্পেল নেওয়া হয়েছে যাদের মধ্যে ৭০০ জনের এডস পজেটিভ বেরিয়ে এসেছে। লক্ষণীয় বিষয় এই যে ৭৫০ জনের মধ্যে ৫৬০ জন শিশু। WHO পাকিস্তানের এই সমস্যা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে কারন এটা খুবই গম্ভীর রোগ।শুক্রুবার জানা গেছে, এডস রোগ শারীরিক মিলনের জন্য ছড়িয়ে পড়ছে। আর পাকিস্তানে নিজের আত্মীয়, নিজের ভাই বোনের মধ্যে মিলন সাধারণ ঘটনা হয়ে উঠেছে।
এইন কারণে পাকিস্তানে এডস রোগকে আটকানো খুবই জটিল হয়ে উঠছে। পাকিস্তানের জনগণ জন্তু জানোয়ারের মতো শারীরিক সম্পর্ক, যৌনতা ইত্যাদিতে মেতে উঠেছে। পাকিস্তানের ছোট ছোট ছেলে মেয়েদেরকেও নোংরা যৌনতার শিকার হতে হয়। এই কারণে বাচ্চাদের মধ্যেও এডস দেখা যাচ্ছে। খুবই শীঘ্রই পাকিস্তানে এই রোগ আরো মারাত্বক রূপ ধারণ করতে পারে এ নিয়েও কোনো সন্দেহ নেই।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2W9ZX5X
Bengali News