লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর, গোটা দেশে বিরোধী শিবির ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে। লোকসভা ভোটের পর সবথেকে বেশি বিজেপিতে যোগদান হয়েছে পশ্চিমবঙ্গে। বিধায়ক, পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর আর বড় মাপের নেতারা শাসক দল তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে ঝুঁকেছে। এরকমই আরেকটা খবর এলো বিজেপিতে যোগদানের। তবে এবার আর পশ্চিমবঙ্গে না।
কয়েকমাস পরেই হরিয়ানায় বিধানসভা ভোট হতে চলেছে। আর সেই বিধানসভা ভোটের আগে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরাল বিজেপি। বিরোধী পার্টি ইন্ডিয়ান ন্যশানাল লোক দল থেকে দুই বিধায়ক আজ বিজেপিতে যোগদান করেন। দুই বিধায়কই দলের কাছে ইস্তফা দিয়ে আজ তাঁরা আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন।
হরিয়ানার নুহ এর বিধায়ক জাকির হোসেন এবং জুলানার বিধায়ক পরমিন্দর ধুল আজ বিজেপির হাত ধরেন। দুই বিধায়কই নিজের ইস্তফা বিধানসভা স্পীকারের কাছে পাঠিয়ে দেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা মনোহর লাল খট্টর এই দুজনকে আজ বিজেপির সদস্যতা দেন।
আপনাদের জানিয়ে রাখি, এর আগেই ফতেহাবাদের ইন্ডিয়ান ন্যশানাল লোক দল এর বিধায়ক বলবান সিং দৌলতপুরিয়াও মনোহর লাল খট্টরের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বলবান সিং দৌলতপুরিয়া ছাড়া রণবীর সিং গংবা আর কেহর সিং রাওয়াত বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি হরিয়ানা বিধানসভার প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে। দল এবার রাজ্যে ৭৫ এর বেশি আসন জেতার লক্ষ্য রেখেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Yc60sl
Bengali News