-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভিডিওঃ তৃণমূলের নেতা, মন্ত্রীদের ঘিরে বিজেপির ‘জয় শ্রী রাম” স্লোগান দেওয়ায় উত্তেজনা ছড়ালো কাঁচড়াপাড়ায়

- June 01, 2019


আবারও জয় শ্রী রাম স্লোগান নিয়ে বিতর্ক এই রাজ্যে। প্রাপ্ত খবর অনুযায়ী, শনিবার সকালেই জগদ্দলের কাউগাছি পঞ্চায়েতের ২৪ জন সদস্যের সবাই যোগ দিয়েছেন বিজেপিতে (Bharatiya Janata Party) । তৃণমূল (All India Trinamool Congress) ছেড়ে পঞ্চায়েত সদস্যদের বিজেপিতে যোগদানের পরেই পঞ্চায়েত দখলে চলে যায় গেরুয়া শিবিরের হাতে। আরেকদিকে জগদ্দলের তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার চক্রবর্তীও দল ছেড়ে ভিড়েছেন গেরুয়া শিবিরে। এই ঘটনার পর কার্যত ব্যাকফুটে চলে যায় উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল।

ঘটনার পর তড়িঘড়ি মিটিং ডাকেন উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এক তৃণমূল নেতার বাড়িতে এই মিটিং ডাকা হয়। ঘটনার খবর পেতেই বিজেপির কর্মীরা জমায়েত শুরু করতে থাকে রাস্তায়। তৃণমূল নেতা, মন্ত্রীদের গাড়ি আটকে জয় শ্রী রাম স্লোগান দিতে থাকে তাঁরা।

বিজেপি কর্মী দ্বারা মন্ত্রীদের গাড়ি আটকানোর পর লাঠিচার্জ শুরু করে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে নামান হয় র‍্যাফ। দেখতে দেখতে রণক্ষেত্রর চেহারা নেয় কাঁচড়াপাড়ার ব্যাস্ততম কেজিআর রোড। একদিকে বিজেপি কর্মীদের উপর চড়াও হয়েছে পুলিশ, আরেকদিকে তৃণমূলের নেতা, মন্ত্রীরা তৃণমূল নেতার বাড়িতে চালাচ্ছে জরুরি বৈঠক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয়েছে র‍্যাফ এবং পুলিশ বাহিনী।

দুদিন আগেই অর্জুন সিং এর দৌলতে ভাটপাড়া পুরসভা দখল করেছে বিজেপি। আর এবার একে একে পঞ্চায়েতও হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত ও পুরসভা গুলো কি করে বাঁচানো যায়, সেই নিয়েই জরুরি বৈঠক সারছেন তৃণমূলের নেতারা।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কনভয়ের সামনে জয় শ্রী রাম স্লোগান দেওয়ার পর দশ জনকে আটক করেছিল পুলিশ। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী সেদিন বারবার গাড়ি থেকে নেমে রাম ভক্ত জনতাদের চরম হুমকিও দিয়েছিলেন। আর সেই হুমকির পরের দিন সকালে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও পরে তাঁদের ব্যাক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2W9Y3Cp
Bengali News
 

Start typing and press Enter to search