ভারত ও মায়ানমার সংযুক্ত অপারেশনের দ্বারা উত্তর-পূর্ব রাজ্যের অনেক আতঙ্কবাদী ক্যাম্পকে নষ্ট করে দিয়েছে। দুই দেশের সেনা মনিপুর, নাগারল্যান্ড ও অসমের থেকে আতঙ্কবাদী সংগঠনের ক্যাম্প গুলিকে ধ্বংস করে দিয়েছে। এইসব একদিনে হয়নি, সংযুক্ত অপারেশন ৩ সপ্তাহ ধরে চলে। এর আগে অপেরাশন সানসাইনের অধীনে দুজন সেনা এই কার্য করেছিলেন। ভারত ও মায়ানমারের মধ্যে ১৬৪০ কিলোমিটার সংযুক্ত সীমা রয়েছে, তাই এরকম পরিস্তিতিতে দুই দেশের মধ্যে এইধরণের আন্ডারস্ট্যান্ডিং হওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয়। সদ্য হওয়া অপেরেশনটি ‘অপেরেশন সানশাইন ২’ বলা হচ্ছে।
দুই দেশের সেনারা এই সংযুক্ত অপেরেশনে যে যে সন্ত্রাসী সংগঠনকে টার্গেট করে ছিল, তারমধ্যে কামতাপুর লিবেরেশন অরগানাইজেশন (KLO), এনএসসিএন (NSCN), উলফা ও ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বডোল্যান্ড (NDFB) সামিল রয়েছে। এই অভিযানের সময় ৭০ এর অধিক আতঙ্কবাদীদের গ্রেফতার করা হয়েছে ও তাদের সন্ত্রাসী ক্যাম্প গুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই অভিযানে অসম রাইফেলসের জোয়ানরাও ভাগ নিয়েছিল। দুই দেশের ইন্টেলিজেন্ট এজেন্সি একটানা একজন- আরেকজনের থেকে তথ্য আদান-প্রদান করে নিয়ে সেই ভিত্তিতে অপারেশন চালিয়েছে।
এর আগে ২ থেকে ২৬ ফেব্রুয়ারি অপেরেশন সানশাইন-১ চালানো হয়েছিল। তখন ভারতীয় সেনা নিজের সীমায় আরাকান উগ্রবাদী সমূহের বিরুদ্ধে কঠোর কার্যবাহী করে তাদের কোমর ভেঙে দেয়। ২০১৫ তেও সেনা এনএসসিএন এর বিরুদ্ধে ইন্ড-মায়ানমার বর্ডারে অপেরেশন করেছিল। অপেরেশন এইজন্য চালানো হয়েছিল কারণ সন্ত্রাসীদের হামলার কারণে মনিপুরে ১৮ জন সেনা বলিদান হয়েছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WME81r
Bengali News