-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

শহীদ জওয়ানদের পরিবারকে ২৫ লক্ষা টাকা এবং একজনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা যোগী আদিত্যনাথের

- June 13, 2019


উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনন্তনাগে হওয়া জঙ্গি হামলায় হওয়া শহীদ হওয়া রাজ্যের জওয়ানদের ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য আর পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, শহীদদের স্মৃতিতে একটি রাস্তার নামকরন তাঁদের নামে করা হবে।

উল্লেখ্য, বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় দুই জন এস আই সমেত পাঁচ জওয়ান শহীদ হন। জঙ্গিরা সিআরপিএফ এর পেট্রোলিং পার্টিতে লাগাতার গুলি ছোড়ে এবং গ্রেনেড দিয়ে হামলা করে। সেনার পালটা হানায় দুই জঙ্গি খতম হয়।

শহীদ পাঁচ জওয়ানদের মধ্যে উত্তর প্রদেশের দুই জওয়ান ছিলেন। তাঁদের নাম সত্যেন্দ্র কুমার এবং মহেশ কুশওয়াহা। মুখ্যমন্ত্রী শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে ওনাদের শ্রদ্ধাঞ্জলি দেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, শহীদদের বলিদান ব্যার্থ যাবেনা। গোটা উত্তর প্রদেশ শহীদদের পাশে আছে।

প্রসঙ্গত, গত তিন বছরে পাকিস্তান ৪২৮১ বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে। পাক সেনার এই অতর্কিত হামলায় সেনার প্রায় ৭০ জওয়ান প্রাণ হারান এবং প্রায় ৭০ জন সাধারণ মানুষও প্রাণ হারান। পাকিস্তানের এই হামলায় ২৫৬ জওয়ান আর ৩৭৩ সাধারণ মানুষ আহত হন। জম্মু কাশ্মীরে সীমান্ত দিয়ে পাকিস্তানের জঙ্গিরা ৭৪ বার অনুপ্রবেশ করার চেষ্টা চালায়, আর ভারতের সেনা প্রতিবারই সেটাকে অসফল বানিয়ে দেয়।

২০১৮ সালে পাকিস্তানে নির্বাচন হয়েছিল, আগস্ট মাসে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পর সীমান্তে জঙ্গি গতিবিধি থামানোর জন্য বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। নরেন্দ্র মোদী দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর ইমরান খান ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু ইমরান খানের প্রথমবার প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার ১১ মাসের মধ্যে জম্মু কাশ্মীরে ৪ টি বড়বড় জঙ্গি হামলা হয়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/31rKCBD
Bengali News
 

Start typing and press Enter to search