আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পিয়ো বিজেপির নির্বাচনি স্লোগান ‘মোদী হেয় তো মুমকিন হেয়” এর উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্করের প্রশংসা করে। আগামি ২৪ জুন ভারত সফরে আসছেন পম্পিয়ো। তিনি বুধবার ভারত আমেরিকা ব্যাবসায়ি পরিষদের বৈঠকে বলেন, আমি দেখতে চাই যে, নরেন্দ্র মোদী দুই দেশের সম্পর্ক কতটা মজবুত করতে পারে। উনি ভারতের বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্করের প্রশংসা করে বলেন যে, আমি ওনার সাথে দেখা করার জন্য উৎসাহিত।
উনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী ওনার নির্বাচনি প্রচারে স্লোগান দিয়েছিলেন যে, ‘মোদী হেয় তো মুমকিন হেয়”, আমি এটাই জানার জন্য উৎসুক যে, আমেরিকা আর ভারতের মধ্যে কি ‘মুমকিন”। এবার দেখতে হবে যে, উনি বিশ্বের সাথে সম্পর্ক এবং ভারতের জনতাকে দেওয়া প্রতিশ্রুতি কিভাবে পালন করেন। আমার আশা এতাই যে, উনি আমেরিকার সাথে সম্পর্ক আরও মজবুত করবেন। আমার ভারত সফরের সময় ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে কথাবার্তা হবে।”
উনি বলেন, দুই দেশের মধ্যে ব্যাবসায়িক সম্পর্কে কিছুটা খামতি আছে। কিন্তু আমরা কথাবার্তার মাধ্যমে এটা সমাধান করার জন্য তৈরি। নিজের ভারত সফর নিয়ে উনি বলেন, আমি বাস্তবে এটা স্বীকার করি যে, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর এবং বিশ্বের ভালোর জন্য দুই দেশের একসাথে এগিয়ে আসার অবসর এটাই।
পম্পিয়ো ভারত ছাড়াও শ্রীলঙ্কা এবং দক্ষিণ কোরিয়ার সফরেও যাবেন। সংযুক্ত রাষ্ট্র আমেরিকা আর চীনের মধ্যে চলা ট্রেড ওয়ারের মধ্যে বিদেশ মন্ত্রীর এই সফর চরম গুরুত্বপূর্ণ বলেই মানা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী আমেরিকার সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য সহযোগিতা করার আশ্বাস দেন। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে চান উনি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ICSzLv
Bengali News