একদিন আগেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ফরমান জারি করে এরাজ্যে বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে তৃণমূল না, বিজেপি বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি, সেটা স্পষ্ট করে বলেন নি। তৃণমূল নেত্রীর এই নিষেধাজ্ঞা জারি হওয়ার পর গতকাল অনুব্রত মণ্ডলের এলাকা থেকে বিজয় মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। সেই মিছিল নিয়ে শাসক দল আর প্রশাসন কারোর আপত্তি দেখা যায়নি। কিন্তু আজ বিজেপি বিজয় মিছিল বের করতেই সেটাকে পণ্ড করতে তৎপর হল প্রশাসন।
আজ গঙ্গারামপুরে বিজেপির বিজয় মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। ওই মিছিলে উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মিছিল পণ্ড করতে বিজেপির কর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। বিজেপি কর্মীরাও পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে যায়। লাঠির ঘায়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে বিজেপি কর্মীর মারে জখম হন এক পুলিশ কর্মী।
আজ বুনিয়াদপুরে বিজেপির বিজয় মিছিল হওয়ার কথা ছিল। বিজেপির এই বিজয় মিছিল রোখার জন্য সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। মিছিলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পৌঁছাতেই অক্সিজেন বাড়ে বিজেপি কর্মীদের মধ্যে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান দিলীপ ঘোষ। বুনিয়াদপুরে দিলীপ ঘোষকে আটকাতে ব্যার্থ হলে গঙ্গারামপুর শহরে ঢোকার মুখে ফের বিজেপির বিজয় মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। সেখানেও ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে শহরে ঢুকে পড়েন দিলীপ ঘোষ।
বিজেপির বিজয় মিছিলে বারবার বাধা সৃষ্টির জন্য পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে বিজেপির কর্মীরা। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাথির আঘাতে আহত হন বেশ কিছু বিজেপি কর্মী। পরে পুলিশের উপর ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। বিজেপির কর্মীর পালটা মারে আহত হন পুলিশ কর্মী। দুপক্ষের এই সংঘর্ষে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/31hKlRn
Bengali News