সন্তানের মৃত্যু নিয়ে কোনোরকম রাজনীতি চান না জানিয়ে দিলেন মৃত সন্তানের মা। বৃহস্পতিবার নিমতায় নিহত তৃণমূল কর্মীর বাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছিলেন, ‘অশোকনগরে ফুটফুটে শিশুকে মায়ের কোল থেকে তুলে নিয়ে আছড়ে খুন করেছে বিজেপি।” মমতা ব্যানার্জী বলেছিলেন যে, ওনার নেতৃত্বে প্রতিনিধি দল অশোকনগরে যাবে।
মুখ্যমন্ত্রীর কথা মতো তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অশোকনগরে মৃত সিশুর মায়ের কাছে এই বক্তব্যের কথা জানান। তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তাঁদের সঙ্গে দেখা করতে আসবে বলে জানান তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তখনই শিখা গঙ্গোপাধ্যায় (নিহত শিশুর মা) জানিয়ে দেন, ‘আমার শিশুর মৃত্যুর সঙ্গে বিজেপি কোনওভাবে জড়িত নয়। পারিবারিক অশান্তির জেরে আমার শিশুর মৃত্যু হয়েছে।” শিখা গঙ্গোপাধ্যায় লাশ নিয়ে রাজনীতি না করারও আবেদন করেন।
গত ২রা জুন অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের ক্যাসা কলোনির বাসিন্দা শিখা গঙ্গোপাধ্যায় বাড়ির উঠোনে বসে তাঁর শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন। আর সেই সময় উঠোন ঝাঁট দেওয়া নিয়ে ননদের সাথে বচসা বাধে শিখা গঙ্গোপাধ্যায় এর। শিখার অভিযোগ অনুযায়ী, সেই সময় শাশুড়ি, ননদ ও ভাশুর মিলে তাঁকে মারধর করে। আর সেই সময় তাঁর শিশুর গলায় দুধ আটকে শ্বাসরোধ হয়। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসা চলাকালীন তাঁর শিশুর মৃত্যু হয়। এই নিয়ে শিখা থানায় শাশুড়ি, ননদ ও ভাশুরের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। শিখার অভিযোগের ভিত্তিতে তাঁর ভাশুর সুশান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিখা বাদে তাঁর ননদ, শাশুড়ি ও ভাশুর বিজেপি কর্মী। আর সেই মর্মেই তৃণমূল থেকে বলা হয় যে, শিখা তৃণমূল কর্মী হওয়ার জন্যই বিজেপির কর্মীরা তাঁর শিশুকে কোল থেকে আছড়ে ফেলে খুন করে। সেই একই কথা শোনা যায় স্থানীয় তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মুখেও। তিনি একটি টিভি চ্যানেলে দেওয়া বক্তব্যে বলেন, ‘বিজেপির কর্মীরা জয় শ্রী রাম ধ্বনি তুলে ফুটফুটে শিশুকে কোল থেকে তুলে আছাড় মেরে খুন করে।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2wHS7WC
Bengali News