-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

তিন বাচ্চার বাবা ইমরান হিন্দু সেজে বিয়ে করেছিল ব্রাহ্মন মেয়েকে! পন হিসেবে নিয়েছিল ১১ লক্ষ টাকা।

- June 07, 2019


ব্রাহ্মণ মেয়ে কে বিয়ে করার জন্য নিজেকে ব্রাহ্মণ বলা মুসলিম যুবককে ৫ ই জুন সীকর পুলিশ মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে। ছেলের পরিচয় ইমরান ভাটি হিসাবে জানা গেছে এবং মেয়ের নাম বিজয় লক্ষী।
খবর অনুযায়ী জানা গেছে, যুবকটি মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করার সময় নিজের পরিচয় কবির শর্মা বলেছিল। ২৫শে মে দুজনের হটাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় মেয়ের বাবা এই মামলা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানায়। এই মামলাটিকে IPC ধারা 277/19 অনুযায়ী দাখিল করা হয়েছিল।

মামলাটি দাখিল হওয়ায় পুলিশের দ্বারা একটি টিম তৈরি করা হয়, যেটি মেয়েটি ও ছেলেটি  খোঁজার জন্য লেগে পরে। মঙ্গলবার নালাসোপারা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। খবর অনুযায়ী জানা গেছে, আগের মাসে ইমরান ভাটি ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করার জন্য তার পিতাকে মিথ্যে পরিচয় দেয়, তার সঙ্গে মেয়ের বাবার থেকে অনেকটা পরিমান পন নেয়। মেয়ের বাবা জানান তিনি ইমরানকে ১১লাখ ক্যাশ ও ৫ লক্ষ টাকার গয়না দিয়েছিলেন।

ইমরান বিজয় লক্ষীকে বিয়ে করার জন্য নিজের নাম কবির বলেছিল এবং বিয়ের নিয়মনীতি পুরো করার জন্য নকল আত্বীয়-স্বজনও জোগাড় করেছিল। দুজনের বিয়ে ১৩ই মে হয়েছিল। এরপর বিজয় লক্ষীকে পন চাওয়ার জন্য আবার তার বাপের বাড়ীতে পাঠানো হয়েছিল। টাকা পাওয়ার পর দুজনে নিখোঁজ হয়ে যায়। যখন মেয়ের বাবা দুজনকে খোঁজার জন্য জয়পুরের জন্য বেরায়, তখন তিনি ইমরানের ব্যাপারে জানতে পারেন। জানিয়ে দি, ইমরান আগে দিয়েই বিবাহিত ছিল ও তার তিনটি বাচ্চাও আছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WxfqSD
Bengali News
 

Start typing and press Enter to search