ইতিমধ্যে রাজ্যের অনেক তৃণমূল (All India Trinamool Congress) পার্টি অফিস রাতারাতি গেরুয়া হয়ে গেছে। রঙ বদলছে ভাটপাড়া পুরসভারও। এছাড়াও রাজ্যের একাধিক পঞ্চায়েত ও দখন নিতে চলেছে বিজেপি (Bharatiya Janata Party)। আবার এরই মধ্যে দার্জিলিং পুরসভাতেও এবার গেরিয়া ধ্বজ উড়তে চলেছে। বিজেপি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দার্জিলিং পুরসভার ৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১৭ জন বিজেপির সাংসদ রাজু বিস্তের সাথে যোগাযোগ রাখছেন। শুধু তাই নয়, বিজেপি সূত্র অনুযায়ী, রাজ্যের ছয় জন বিধায়ক বিজেপির দিকে পা বাড়িয়ে আছে, তাঁরা শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে।
ছয়জন বিধায়কের মধ্যে অর্জুন সিং এর সংসদীয় এলাকা ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন। শোনা যাচ্ছে তিনি লিভারের অস্ত্র প্রচারের জন্য গুরগাঁওতে গিয়েছেন। সেখান থেকে এসেই তিনি সিদ্ধান্ত নেবেন। এছাড়াও রয়েছে বিধায়ক পরেশ দত্ত, সুনীল সিং এবং আরও অনেকে।
শোনা যাচ্ছে এই দলবদলের কথাবার্তা দিল্লী, নয়ডা এবং গুরগাঁওতে চলছে। বিজেপি সুত্রের খবর অনুযায়ী, শুধু দক্ষিণবঙ্গেই না, উত্তরবঙ্গের বেশ কিছু বিধায়ক বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন। যদিও এই ব্যাপার নিয়ে এখনো মুখ খুলতে নারাজ গেরুয়া শিবির।
বিজেপির নেতারা বলছেন, ধৈর্য্য ধরুন বহু চমক অপেক্ষা করছে। আরেকদিকে গতকাল বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের হাত ধরে নৈহাটি এবং রাণাঘাট থেকে হাজার হাজার তৃণমূল নেতা, কর্মী এবং সমর্থকেরা বিজেপিতে যোগ দেন। এরাজ্যের বিধানসভা ভোটের আগে পুরসভার ভোট হতে চলেছে, আর সেই ভোটকে সেমিফাইনাল হিসেবে ধরে ধীরে ধীরে এগোচ্ছে বিজেপি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Is67JF
Bengali News