ফের বড়সড় ভাঙনের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের পর থেকেই রাজ্যের চারিদিক থেকে একের পর এক তৃণমূল নেতা, কর্মীরা দল ছেড়ে বিজেপিত যোগ দিয়েছেন। আরেকদিকে রাজ্যের কয়েকটি পুরসভা ও পঞ্চায়েতও তৃণমূলের হাট থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। এই সুত্রেই আবারও বড়সড় ভাঙন দেখা দিচ্ছে তৃণমূলে।
আগামীকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রায় ২০০০ শিক্ষক ও অশিক্ষক কর্মী। শাসক দলের উপর থেকে মোহভঙ্গ হওয়ার কারণেই তাঁরা বিজেপিতে যোগ দিতে চলেছেন। সংগঠনের সভাপতি সঙ্ঘমিত্রা ভট্টাচার্য সহ একাধিক পদাধিকারী আগামীকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন, তাঁদের সাথে থাকবেন হাজার দুয়েক কর্মীও। আগামীকাল জাতীয় লাইব্রেরীর সভা ঘরে রাজ্য বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে হবে যোগদান। এই সংগঠন।
এর আগে এই সংগঠন মধ্যশিক্ষা পর্ষদের পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছিল। কল্যাণময় গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের পর্ষদের সভাপতি থাকাকালীন এবারের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে হয়নি। প্রতিদিনই মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে।
এবার এই সংগঠন বিজেপিতে যোগ দেওয়ার পর কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে। আরেকদিকে এই সংগঠন অতীতে বেশ কয়েকবার শাসক দল তৃণমূলের পক্ষে রাস্তায় নেমেছিল। এবার এই সংগঠনের বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যের শিক্ষকদের দিক থেকে বড়সড় ধাক্কা থেকে চলেছে শাসক দল তৃণমূল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2MPFhk3
Bengali News