এক সময় ভারত দেশকে পৃথিবীর হৃৎপিন্ড বলা হতো। এর কারণ ভাষা, গণিত, বিজ্ঞান , চিকিৎসা ইত্যাদি সবের মূল কেন্দ্র ছিল ভারত। জানিয়ে দি, ভারত সেই দেশ যা চীনে একটা সৈনিক না পাঠিয়েও শুধুমাত্র সংস্কৃতির জোরে ২০০০ সাল চীনকে নিয়ন্ত্রণ করেছে। বর্তমান সময়েও ভারতের অবদান কম নয়। আজ NASA, গুগল, মাইক্রোসফট এর মতো বড়ো বড়ো সংস্থা ভারতীয়দের ছাড়া চলা অসম্ভব। ইমেইল এর অবিষকর্তাও একজন ভারতীয়। এমনকি সংস্কৃতিক দিক থেকেও আজ ভারতের অবদান রয়েছে। ভারতের সনাতন হিন্দু সংস্কৃতির উপর ভিত্তি করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইত্যাদি দেশের আর্থিক ব্যাবস্থা টিকে রয়েছে।
এছাড়াও যে দেশগুলি বৌদ্ধ সংস্কৃতি নিয়ে দেশে পর্যটন টানে তাদের উপরেও ভারতের অবদান আছে। কারণ গৌতম বুদ্ধের জন্ম এই ভারতেই। কিছু দেশ সম্ভবত ভারতের এই অবদান গুলি ভুলে যায়। জানিয়ে দি, ইসলামিক দেশ মালেশিয়া কাশ্মীর ইস্যুতে UNGA তে পাকিস্তানের সমর্থনে কথা বলেছে। দুটি ইসলামিক দেশ মালেশিয়া ও তুর্কি UNGA তে ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। তুর্কিকে জব্দ করার জননপি ভারত সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদী তুর্কীর তিনটি প্রধান শত্রু দেশকে নিজের দিকে পক্ষে করে নিয়েছে।
কিন্তু মালেশিয়ার রাষ্ট্রপতি সম্ভবত এটা ভুলে গেছিলেন যে ভারত এক ঝটকায় মালয়েশিয়ার আর্থিক অবস্থা দুর্বল করতে পারে। মালেশিয়া ইসলামিক দেশ এবং এর ইকোনমি অনেকটা পর্যটন কেন্দ্রের উপর টিকে থাকে। এবার উল্লেখ বিষয় এই যে, মালয়েশিয়ার পর্যটন কেন্দ্র সনাতন হিন্দু সংস্কৃতির উপর ভিত্তি। অর্থাৎ মালেশিয়ায় যে পর্যটকরা যান তারা সনাতন হিন্দু ধর্মের ভাস্কর্য শিল্প কলার দিকে আকৃষ্ট হয়ে যান।
মালেশিয়া নিজেই এটা স্বীকার করে যে, ভারত থেকে বিশাল সংখ্যায় পর্যটন তাদের দেশে যাত্রা করে। এখন ভারত সরকার চাইলে মালেশিয়ার ইকোনোমির শিকড় উপড়ে ফেলতে পারে তা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু এই নয়, মালেশিয়ায় আইটি সংস্থাগুলি ও ডিফেন্স সংস্থাগুলি প্রত্যেকটি ভারতীয়দের উপর নির্ভর করে দাঁড়িয়েছে। ভারত সরকার চাইলে আগামী সময়ে মালেশিয়াতে এক্ষেত্রেও চাপ প্রয়োগ করতে পারবে। মালয়েশিয়া ও ভারতের মধ্যে প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার ট্রেড চুক্তি রয়েছে। মালেশিয়া থেকে অনেক পরিমান প্লাম অয়েল ভারতে আসে। এক্ষেত্রে ভারত সরকার ট্যাক্স বৃদ্ধি করে মালেশিয়াকে ঝটকা দিতে পারে। এটা নিশ্চিত যে ভারত সরকার হাত পা না গুটিয়ে থেকে শীঘ্রই মালয়েশিয়ার উপর কড়া পদক্ষেপ নেবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2np4eqy
Bengali News