-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মমতা ব্যানার্জীকে এখন সকাল থেকে সন্ধ্যে শুনতে হচ্ছে জয় শ্রী রাম! সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে রামভক্তরা।

- June 01, 2019


রাবন, ভগবান রামের থেকে অধিক শক্তিশালী হয়েও পেরে ওঠেননি তো ছোট খাটো মানুষ আর কি জিনিস! ইতিহাস সাক্ষী আছে, যিনি ভগবান রামের বিরুদ্ধে গেছেন উনি পার পাননি। অভিযোগ উঠেছে যে মমতা ব্যানার্জী ( Mamata Banerjee) ভগবান রামের ভক্তদের উপর অত্যাচার করেছেন। অবশ্য রাম ভক্তরা ভয় কাউকে পায়না। পশ্চিমবঙ্গের সব জেলখানা ভরিয়ে দিলেও বাঙালিরা রামের নাম ত্যাগ করবে না বলেই ইঙ্গিত দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জীর গাড়ির সামনে জয় শ্রী রাম বলার জন্য গ্রেফতারের ঘটনা এখন নিত্য হয়ে উঠেছে। তা সত্ত্বেও বাঙালিরা রামের নাম ত্যাগ করতে রাজি নয়। যত ইচ্ছা গ্রেফতারি হোক, যত ইচ্ছা জেলে ঢুকিয়ে দেওয়া হোক রামের নাম থামবে না এমনটাই ইঙ্গিত দিয়েছে পশ্চিমবঙ্গের রামভক্তরা।

ফেসবুক থেকে টুইটার, হোয়াটসআপ থেকে  শুরু করে অন্য সোশ্যাল মিডিয়ায় “জয় শ্রী রাম” এর ঝড় উঠেছে। এমনকি কিছু কিছু বাঙালি তো সুপ্রভাত বা GOOD MORNING এর পরিবর্তে “জয় শ্রী রাম” বলা শুরু করে দিয়েছে। সকালে ঘুম ভাঙ্গতে না ভাঙতেই কিছুজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ট্যাগ করে জয় শ্রী রাম লিখতে শুরু করে দিয়েছে। পাঠকদের জন্য কিছু উদাহরণ নীচে তুলে ধরা হয়েছে।

এমনকি মমতা ব্যানার্জী তার টুইটার হ্যান্ডেলে যায়কিছু টুইট করুক না কেন মানুষ তার রিপ্লাই জয় শ্রী রাম লিখেই দিচ্ছে। মমতা ব্যানার্জীর যে কোনো টুইট উঠিয়ে দেখলে জয় শ্রী রাম কমেন্ট ছাড়া অন্য কমেট খুঁজে মেলা কঠিন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর টুইটে হাজার হাজার রিপ্লাই আসে। তার মধ্যে ৯৯% কমেন্ট ” জয় শ্রী রাম” লিখে আসে। মমতা ব্যানার্জী যতই রামভক্তদের গ্রেফতার করছেন ততই তারা শক্ত হয়ে এক হয়ে দাঁড়িয়ে পড়ছে।

জয় শ্রী রাম বলার অপরাধে মমতা ব্যানার্জীর পুলিশ প্রথমে ৩ জন ও পরে ১০ জনকে গ্রেফতার করিয়েছিল। তারপর এখন যা ঘটছে তা দেখার মতো। সকাল সন্ধ্যা পশ্চিমবঙ্গে একটাই শ্লোগান শোনা যাচ্ছে- জয় শ্রী রাম। মমতা ব্যানার্জীর টুইট সকাল সন্ধ্যে মানুষ জয় শ্রী রাম লিখে রিপ্লাই করছে। আজকে মমতা ব্যানার্জী যে টুইট করেন সেখানেও জয় শ্রী রামের ঝড় দেখা যায়। জয় শ্রী রামকে গালি বলা এখন মমতা ব্যানার্জীর উপর চাপ সৃষ্টি করেছে। রামভক্তরা নিজের নিজের টাইম লাইনে পর্যন্ত জয় শ্রী রাম লিখে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন করে ফেলেছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Ig93ZV
Bengali News
 

Start typing and press Enter to search