লোকসভা নির্বাচনে হারের পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই প্রথম কেরল সফরে গেলে। কাল ওনার সফরের অন্তিম এবং শেষ দিন। কাল তিনি কোঝিকোড জেলার ইঙ্গাপুজ্জা এর মুকামে থাকবেন। সেখানে তিনি একটি রোড শো করে সবাইকে ধন্যবাদ জানাবেন। আপনাদের জানিয়ে রাখি, রাহুল গান্ধী এবারের লোকসভা নির্বাচন দুটি আসন থেকে লড়েছিলেন, একটি কেরলের ওয়ানাড যেখানে তিনি জিতেছেন। আরেকটি উত্তর প্রদেশের আমেঠি, যেখানে তিনি বিজেপির প্রার্থী স্মৃতি ইরানীর কাছে হেরেছেন।
লোকসভা ভোটে বিজেপির কাছে বিপর্যস্ত হওয়ার পর রাহুল গান্ধী এবং কংগ্রেস দল সংবাদ মাধ্যমের সামনে আসেন নি। এবং লোকসভা ভোটের বিজেপি তথা নরেন্দ্র মোদীর এই অভূতপূর্ব জয়ের পরেও, নরেন্দ্র মোদী এখনো কোন রোড শো করেন নি। কিন্তু হেরে গিয়েও রাহুল গান্ধী রোড শো করতে চলেছেন। লোকসভায় ফলাফল ঘোষণা হওয়ার দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী টুইট করে লিখেছিলেন, ‘হার মানেই পরাজয় নয়”। রাহুল গান্ধীও সেই নীতিতে বিশ্বাস করে নিজের হারকে পরাজয় না মেনে, আগামী দিনের প্রস্তুতি নেওয়ার জন্য মাঠে নেমে পড়ছেন। আর সেই জন্য তিনি হেরে গিয়েও রোড শো করতে চলেছেন। গতকাল রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর গুরুতর অভিযোগ এনে বলেছিলেন, ‘নরেন্দ্র মোদী ২০১৯ এর নির্বাচন মিথ্যা কথা বলে জিতেছেন।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/31hpvSg
Bengali News