উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি এক বড় আদেশ জারি করে উত্তর প্রদেশে হিন্দি ইংরেজির সাথে সংস্কৃত ভাষায় প্রেস রিলিজকে জারি করা অনিবার্য করে দিয়েছে। মুখ্যমন্ত্রী যোগীর আদেশের পর মুখ্যমন্ত্রী কার্যলয় ও সূচনা বিভাগ এর উপর তৎকালীন অনুশীলনও শুরু দিয়েছে, ১৭ই জুন এই আদেশটি জারি করা হয়েছিল। যোগী সরকার দেববাণী সংস্কৃতের পুনর্জন্ম করার জন্য এই বড় সিদ্ধান্তটি নিয়েছেন, এখনো অব্দি হিন্দি ও ইংরেজি ভাষায় প্রেস রিলিজ মুক্ত করা হতো। যোগী আদিত্যনাথ সংস্কৃত ভাষায় প্রেস রিলিজ করা ভারতের প্রথম মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, যোগী সংস্কৃতকে মা বানিয়েছেন এবং বলেছেন এর প্রচার করবেন।
জানিয়ে দি, ভারতীয় জনতা পার্টির সংসদও সংস্কৃতের প্রচার করতে দেখা দিচ্ছে, এইকদিন লোকসভায় নতুন সংসদের শপথ গ্রহণ চলছে আর অনেক সাংসদ সংস্কৃত ভাষায় নিজের শপথ নিয়েছে যারমধ্যে মীনাক্ষী লেখি, সাধ্বী প্রজ্ঞা, দিলীপ ঘোষ এর মতো নাম উপস্থিত আছে। প্রসঙ্গত জানিয়ে দি, ভাষার বৈজ্ঞানিকতার বিচারে ভারতীয় ভাষা সবথেকে উন্নত এবং এর মধ্যে সবথেকে উপরে রয়েছে সংস্কৃতি। বাংলা, তামিল, তেলেগু, হিন্দি ইত্যাদি ভাষা মূলত সংস্কৃতি থেকেই উৎপন্ন যার জন্য এই ভাষাগুলিও যথেষ্ট বৈজ্ঞানিক।
তবে ইংরেজ শাসনের সময় থেকে মেকেলে ও মাক্সমুলারের ষড়যন্ত্র অনুযায়ী ভারতে ভারতীয় ভাষাগুলিকে দাবিয়ে রেখে ইংরেজি ভাষার প্রচার চালানো হয়েছিল। যার জন্য এখন পর্যন্ত ভারত নিজের ভাষাগুলির উপরে সবথেকে অনুন্নত ভাষা (অবিজ্ঞানিক ভাষা) ইংরেজিকে চাপিয়ে রেখেছে। তবে এবার রাষ্ট্রবাদী মানুষজন ক্ষমতায় থাকার দেশের মূল ভাষা সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার কাজ শুরু হয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/31JMh5v
Bengali News