ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ‘ঈদ” এর দিনে ইসলামিক রাষ্ট্র পাকিস্তানে চরম নৃশংসতার উদাহরণ দেখা গেলো। পাকিস্তানের মুলতান জেলায় বুধবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়, এবং আহত বহু। পাকিস্থানের স্থানীয় মিডিয়া থেকে এই তথ্য পাওয়া যায়। সংবাদ মাধ্যম সিন্ধুয়ার অনুসারে, এক গোষ্ঠীর মানুষ ঈদের নামাজ পড়ে মসজিদ থেকে বেরানো আরেক গোষ্ঠীর মানুষের উপর লাগাতার গুলি বর্ষণ করে।
রিপোর্ট অনুযায়ী, এক গোষ্ঠীর এই আক্রমণের পর আরেকদিক থেকেও আক্রমণ করা হয়। চলে চরম গোলাগুলি। দুই গোষ্ঠীর মধ্যে চরম সংঘর্ষ হওয়ার পর ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। এবং বহু মানুষ আহত হয়ে পড়েন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন চার জনের মৃত্যু হয়। শোনা যাচ্ছে এই ঘটনা দুই গোষ্ঠীর পুরানো বিবাদ নিয়ে ঘটে। এই ঘটনার পর মুলতান পুলিশ ঘটনাস্থলে যায়, এবং তদন্তের জন্য গোটা এলাকা নিজেদের দখলে নিয়ে নেয়। ঘটনার পর এখনো থমথমে গোটা এলাকা।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/31lPyb8
Bengali News