ভারতে হিন্দুদের মধ্যে এতটাই বিভেদ ছিল যে, বিদেশী আক্রমনকারী দেশের এক বড় ভূভাগ দখল করে সেখানে শরিয়া লাগু করে দিয়েছিল। হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিয়েছিল। হিন্দুদের সম্পত্তি লুটপাট, হিন্দু মেয়েদের ধর্ষন, ধার্মিক স্থল ভেঙে দেওয়া ইত্যাদি নিত্য ঘটনায় পরিণত হয়েছিল। জাতিগতভাবে ভেঙে যাওয়া হিন্দু সমাজ দিন প্রতিদিন দুর্বল হয়ে পড়ছিল। হিন্দুরা কাপুরুষের মতো মাথা নামিয়ে বাঁচতে শুরু করেছিল। হাত জোড় করে বেঁচে থাকা হিন্দুদের স্বভাবে পরিণত হয়েছিল। সবই ভাগ্যের দোষ এই ভেবে নিয়ে হিন্দুরা জীবনকে অতিবাহিত করতে শুরু করেছিল।
আর এই সমকালের মধ্যে আজকের দিনে ৬ ই জুন রাজস্থানের মেবারের কুম্ভলগড় কেল্লায় জন্মগ্রহণ করেছিলেন এক বালক। যাকে আমরা মহারানা প্রতাপ বলে জানি। যখন সমস্থ হিন্দু, বিদেশী আক্রান্তকারীদের কাছে মাথা নামিয়ে দিয়েছিল তখন সম্মানের জন্য লড়াই করতে শিখিয়েছিলেন মহারানা প্রতাপ। মাথা নামিয়ে নয়, মাথা উঠিয়ে লড়াই করতে শিখিয়েছিলেন মহারানা প্রতাপ। সম্মানের সাথে বেঁচে থাকার শিক্ষা দিয়ে আজীবন লড়াই করেছিলেন মহারানা প্রতাপ। একই সাথে উনি মেবারকে সর্বদা স্বাধীন করে রেখেছিলেন।
যে সময়কালে হিন্দুরা দাসত্ব কবুল করার প্রথা মেনে নিয়েছিল, সেই সময়কালেই মহারানা প্রতাপ হিন্দুদের জাগিয়ে ছিল। আর উনার কারণেই অনেক হিন্দু জেগে উঠে এক হয়ে বহিরাগত ইসলামিক আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই করেছিল। মহারানা প্রতাপ হিন্দুদের বীরত্ব ও সাহসিকতার প্রতীক। উনি পুরো ভারতীয় সমাজের সম্মানের প্রতীক।আজ ৬ ই জুন উনার জন্মজয়ন্তীতে আমরা India Rag এর পক্ষ থেকে উনাকে কোটি কোটি প্রণাম জানাই।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2EUOMIe
Bengali News