-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সুপার ডুপার হিট মোদীর বন্দে ভারত এক্সপ্রেস, প্রতি মাসে কামাচ্ছে কয়েক কোটি টাকা

- June 20, 2019


দেশের প্রথম স্বয়ংচালিত সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ১২ থেকে ১৫ মাসের মধ্যেই সব খরচ উসুল করে নেবে। এখন বন্দে ভারত এক্সপ্রেস প্রতি মাসে ৭ কোটি টাকা করে ইনকাম করছে। আপাতত এই ট্রেন এখন শুধু দিল্লী-বারাণসী রুটেই চলছে।  এবছরের ফ্রেবুয়ারি মাসের ১৫ তারিখে এই ট্রেনের উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ ঝাণ্ডা দেখিয়ে এই ট্রেনের যাত্রা শুরু করেন।

সিআইআর দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে রেলওয়ে বোর্ডের সদস্য রাজেশ আগরবাল বলে, Train 18 (Vande Bharat Express) কে তৈরি করতে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। এখন ট্রেনের প্রতিটি আসনই আগামী কয়েকদিনের জন্য বুক। এই ট্রেন দিল্লী থেকে বারাণসী রুটে সপ্তাহে পাঁচ দিন চলে।

Vande Bharat Express এ সফর করা যাত্রীদের কোনরকম সাবসিডি দেওয়া হয় না। অন্য ট্রেনের তুলনায় এই ট্রেনের ভাড়াও বেশি। আগরবাল বলেন, এই ট্রেন আপাতত তাঁর সর্বোচ্চ গতি ১৬০ কিমি প্রতি ঘণ্টা স্পিডে ছুটছে না। আর এর জন্য রেলওয়ে ট্র্যাক এবং অনান্য কারণ আছে বলে জানান তিনি।

Vande Bharat Express এ এসির ভাড়া ১৭৬০ টাকা আর এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ৩৩১০ টাকা। আবার বারাণসী থেকে দিল্লী পর্যন্ত চেয়ার কারের ভাড়া ১৭০০ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ৩২৫০ টাকা। এই ট্রেন প্রথম শুরু হওয়ার সময় কিছু সমস্যার সন্মুখিন হতে হয়েছিল। এমনকি এই ট্রেনে অনেকবার পাথর ছুড়েও হামলা করা হয়েছিল। কিন্তু সব বাধা অতিক্রম করে মোদীর স্বপ্নের ট্রেন Vande Bharat Express এখন নতুন আশার আলো দেখাচ্ছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2FlYaoS
Bengali News
 

Start typing and press Enter to search