পূর্ব দিল্লী তে, ঈদের সময়, রাস্তায় অনেক বেশি গতিতে একটি গাড়ি পারাপার হওয়ার পর রেগে থাকা নামাজিরা নিজেদের উদ্বেগ প্রকাশ করে, এবং ডিটিসি-র বাস সমেত প্রচুর সার্বজনিক সরকারি সম্পত্তির ক্ষতি করে। এই দুর্ঘটনায় ১৭জন নামাজি ঘায়েল হওয়ার গুজবও ছড়ানো হয়েছিল, যেটি পুরোপুরি মিথ্যে। এই ঘটনার পর থেকে পুলিশ কার চালকের সন্ধানে বেরিয়ে পড়েছে। কে দ্রুতগতিতে গাড়ি নিয়ে পারাপার হয়েছিল এই সন্ধানে নেমেছিল পুলিশ। এখন ওই কার চালকের পরিচয় শাহরুখ রূপে উদ্ভাসিত হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার রাজ শেখর ঝাঁ এর অনুযায়ী শাহরুখকে গ্রেপ্তারও করা হয়েছে।
শাহরুখ একজন অটো-লিফ্টার অর্থাৎ গাড়ি চোর, সে একটি চুরি করা হন্ডা সিটি কার নিয়ে পালাচ্ছিল। পুলিশ জানিয়েছে, শাহরুখ খুব তাড়াহুড়োতে গাড়িটি চালাছিল। মিডিয়াতে আসা অন্য খবরের বিপরীত, পুলিশ জানান যে দুর্ঘটনায় কেউ ঘায়েল হয়নি। যদিও, এখনো অব্দি কোনো উপদ্রপকারীকে গ্রেপ্তার করা হয়নি। মুখ্য ভাবে বলতে গেলে, পুলিশ শারুকে গ্রেপ্তার করতে চাইছিল। তাই এখন যখন এই বিষয় নজর দেওয়া হলো, আসা করা যাচ্ছে যে উপদ্রপকারীদের বিরুদ্ধে একশন নেওয়া হবে।
He is Shahrukh, an auto lifter. In police custody. Was fleeing with this stolen Honda City from near a mosque when a crowd returning from a local mosque was outraged and went on the rampage by vandalizing buses and blocking road. Police yet to catch the rioters. pic.twitter.com/FVC5l0Gtcl
— Raj Shekhar Jha (@rajshekharTOI) June 6, 2019
কাবাড় যাত্রার সময় গাড়ি ভাঙচুরের মিথ্যা মামলায় অনেক হিন্দুভক্তকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এখন যখন নামাজ পড়ার পর রাস্তায় সরকারি গাড়ি ব্যাপক হারে ভাঙচুর করা হয়েছে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেক্ষেত্রে কাউকে গ্রেফতার করা হয়নি। এই ভেবে মানুষ খুব হতাশ ও রেগে আছে যে সর্বজনীন সম্পত্তি ধ্বংস করার মামলায়েও কাউকে গ্রেপ্তার করা হলো না। যেটির ভিডিও সোশ্যাল মিডিয়া তে ভাইরাল হয়েছিল, যেখানে নামাজিদের পরিস্কার ভাবে সর্বজনীন সম্পত্তি ধ্বংস করতে দেখা যাচ্ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2IroIWd
Bengali News