এবছরের মার্চ মাসে অ্যান্টি স্যাটেলাইট (A-SAT) এর সফল পরীক্ষণের পর ভারত ট্রাই-সার্ভিস ডিফেন্স স্পেস এজেন্সির শুভারম্ভ করেছে। আগামী মাসে মহাকাশে প্রথম সামরিক মহড়া করাই ভারতের প্রধান পরিকল্পনা। এর আগে মিশন শক্তির মাধ্যমে ভারত চীনকে টক্কর দিয়ে দেশের সুরক্ষা প্রণালি আরও মজবুত করেছিল। ভারতের এই নতুন পরিকল্পনার নাম IndSpaceEx রাখা হয়েছে। এই অনুশীলন ব্যাপকভাবে টেবিল-টপ ওয়ার গেমের উপর ভিত্তি করবে।
এক বরিষ্ঠ আধিকারিক জানান, ‘মহাকাশে যেমন সামরিকীকরণ হচ্ছে, তেমন প্রতিযোগিতাও বাড়ছে। এই মহড়া মুখ্য রুপে প্রতিরক্ষা মন্ত্রালয়ের ইন্ডিগ্রেটেড ডিফেন্স স্টারফ এর অন্তর্গত জুলাইয়ের শেষের দিকে হবে। আর এই মহড়া এই মহড়ার মাধ্যমে দেশের সুরক্ষার সুনিশ্চিত করা হবে।
চীন ২০০৭ সালের জানুয়ারি মাসে তাঁদের জলবায়ু উপগ্রহের বিরুদ্ধে A-SAT মিসাইলের ব্যাবহার করেছিল। এই পরীক্ষণের মাধ্যমে তাঁরা তাঁদের সামরিক ক্ষমতাকে কাইনেটিক এর সাথে নন-কাইনেটিক হাতিয়ার গুলোকে মহাকাশে বিকশিত করেছিল।
মিশন শক্তির মাধ্যমে ভারত প্রথমবার মহাকাশে তাঁদের শক্তি বৃদ্ধি করার জন্য প্রথম পদক্ষেপ নেয়। ভারত মার্চ মাসের ২৭ তারিখে পৃথিবীর কক্ষ থেকে ২৮৩ কিমি দূরে থাকা ৭৪০ কেজির মাইক্রোস্যাট স্যাটেলাইটকে নষ্ট করার জন্য ১৯ টনের ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করেছিল। ভারতের এই সফল পরীক্ষণের ফলে, গোটা বিশ্ব সমেত মহাকাশেও ভারতে শক্তি বৃদ্ধি পেয়েছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2MySI83
Bengali News