এখন পরিস্থিতি এমন যে, দেশের সমস্থ নিয়ম কানুন সেকুলাররা তৈরি করবে। আর যারা এটা মানবে না তাদেরকে সাম্প্রদায়িক ঘোষিত করে দেওয়া হবে। বিগত কিছুদিন ধরে মমতা ব্যানার্জী(Mamata Banerjee) বিজেপির উপর জয় শ্রী রাম শ্লোগান নিয়ে অভিযোগ তুলছে। মমতা ব্যানার্জীর দাবি, বিজেপি ধর্মকে রাজনীতির মধ্যে টেনে এনে সাম্প্রদায়িকতা ছোড়ানোর চেষ্টা করছে। এমনকি জয় শ্রী রাম বলার জন্য বেশ কয়েক জনকে গ্রেফতারও হতে হয়েছে। ধৰ্মনিরপেক্ষতার জ্ঞান দেওয়া মমতা ব্যানার্জী আজ ঈদগাহ ময়দানে পৌঁছেছিলেন। ঈদগাহ ময়দানে পৌঁছে মমতা ব্যানার্জী ঈদ পালন করেন।
ঈদের নামাজের পর মমতা ব্যানার্জী নিজে মুসলিমদের সম্বোধন করেন। এই সময় উনি নিজে পুরোপুরি হিজাবের মধ্যে করে নিয়েছিলেন। অর্থাৎ একজন পাক্কা মুসলিম মহিলার মতো করে পোশাক পরিধান করে উপস্থিত হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এরপর মমতা ব্যানার্জী মুসলিম ভিড়কে উস্কানি দিয়ে বলেন-” জো হামসে টাকরাযেগা ও চুর চুর হয়ে যাবে” অর্থাৎ আমাদের সাথে যারা টক্কর নেবে তারা কেউ রক্ষা পাবে না। এরপর মমতা ব্যানার্জী নিজের মতো করে সেকুলারিজমের সংজ্ঞা দেওয়ার প্রচেষ্টা করেন।
West Bengal CM Mamata Banerjee, in Kolkata: Tyaag ka naam hai Hindu, Imaan ka naam hai Musalman, Pyaar ka naam hai Isaai, Sikhon ka naam hai Balidan. Ye hai hamara pyaara Hindustan. Iski raksha humlog karenge. Jo humse takraega wo choor choor ho jaega. Ye hamara slogan hai. pic.twitter.com/ECsQKq1LkR
— ANI (@ANI) June 5, 2019
জয় শ্রী বললে তা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা হয়, কিন্তু ঈদের নামাজের পর মুসলিম ভীড়র কাছে শ্লোগানবাজি করা কতটা ধর্মনিরপেক্ষ তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি রাজনীতির সাথে ধর্মকে টেনে সাম্প্রদায়িকতা ছড়ায় বলে অভিযোগ তোলেন। অন্যদিকে মমতা ব্যানার্জী ঈদগাহ ময়দানে গিয়ে ঈদ পালন করে নতুন করে প্রশ্ন খাঁড়া করেছেন। ঈদের নামাজের পর মমতা ব্যানার্জী বক্তব্য- ‘জো হামসে টাকরায়েগা, বো চুর চুর হো জায়েগা’ নিয়েও প্রশ্ন ওঠে এসেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/31ad9ex
Bengali News