পশ্চিমবঙ্গের শাসক দল আর বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর বেড়েই চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জীর ভাইপো ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জী এবার বিজেপির উপর আক্রমণ করলেন।
সংবাদ মাধ্যম এএনআই এর অনুযায়ী, মঙ্গলবার অভিষেক ব্যানার্জী বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘বিজেপির জয় শ্রী রাম এর টিআরপি এখন কম হয়ে গেছে।” উনি বলেন, ‘আমাকে কয়েকজন বলল যে, দিলীপ ঘোষ জয় শ্রী রাম ধ্বনির সাথে সাথে জয় মা কালির ধ্বনি দেওয়ার কথা বলেছেন। কারণ রামের টিআরপি কম হয়ে গেছে।”
প্রসঙ্গত পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সোমবার বলেছিলেন যে, পশ্চিমবঙ্গে বিজেপির স্লোগান ‘জয় শ্রী রাম” আর ‘জয় মহাকালি” হবে। বাংলা মা কালির মাটি, আর আমাদের মায়ের আশীর্বাদের দরকার। উনি বলেছিলেন, বিজেপি ততদিন দম নেবেনা, যতদিন এই রাজ্য থেকে মমতা ব্যানার্জীর সরকার উৎখাত না হবে। অভিষেক ব্যানার্জীর রামের টিআরপি কমে যাওয়ার বয়ান, কৈলাস বিজয়বর্গীয়র এই বয়ানের পর সামনে এসেছে।
#WATCH Kolkata: TMC leader Abhishek Banerjee says, “People told me that Dilip Ghosh has asked to raise slogans of Jai Ma Kaali along with Jai Sri Ram. I told them, Mamata Banerjee was there so that is why suddenly Ram’s TRP has gone down and Ma Kaali’s TRP is going up.” (04.6.18) pic.twitter.com/2wXkMMIsOK
— ANI (@ANI) June 5, 2019
আপনাদের জানিয়ে রাখি, লোকসভা নির্বাচন থেকে মমতা ব্যানার্জীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জয় শ্রী রাম ধ্বনি। তিনি জয় শ্রী রাম ধ্বনিকে গালাগাল বলেছেন এবং এই ধ্বনি যারা দেয়, তাঁদের বহিরাগত বলে আখ্যা দিয়েছিলেন। এবং উনি এও বলেছিলেন যে, বিজেপির ইশারাতে বহিরাগতরা এরাজ্যে এসে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2wFizQJ
Bengali News