এখন প্ৰায় দিনই কারোর না করার ধার্মিক অনুভূতি আহত হতে থাকে, এবার আরেকবারও এক সম্প্রদায়ের অনুভূতি আহত হলো, এইবার তামিলনাডুতে এদের অনুভূতি আহত হয়েছে। খবর অনুযায়ী জানা গেছে এইবার একটি মোবাইল গেমের কারণে ধর্ম সংকটে এসে গেছে, একটি মোবাইল গেম যার নাম PUBG, এই গেমের কারণে কিছুজনের ধার্মিক অনুভূতি আহত হয়ে গেছে। তামিলনাডুর চেন্নাই পুলিশ কমিশনারের কাছে তামিলনাডু মুসলিম লীগ অভিযোগ করেছেন এবং জানিয়েছে যে PUBG তাদের অনুভূতিকে আহত করেছে ও যার কারণে তাদের ধর্ম সংকটে পড়ে গেছে।
অভিযোগ হলো PUBG তে নতুন আপডেট এসছে যেখানে কাবা-র ছবি দেখানো হয়েছে, এবং এই ছবির কারণে তাদের অনুভূতি আহত হচ্ছে ও এটিকে নিয়েই অভিযোগ করেছে ধর্মান্ধরা। মুসলিম লীগের দাবি যে এই গেম সব মুসলিম দের অনুভূতিকে আহত করেছে, যার জন্য ধর্ম বিপদের মুখে এসে পড়েছে, তাই সরকার যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই গেমের বিরুদ্ধে এক্সন নেয় ও পুরো ভারতে এই গেমকে যাতে বন্ধ করে দেওয়া হয়।
স্বরাজ্যতে প্রকাশিত খবর অনুযায়ী, ৩ ই জুন পুলিশের কাছে এই গেমের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। গেমে একটা নতুন আপডেট এসেছে যেখানে কাবা সংক্রান্ত কিছু বিষয় রয়েছে। সেটা নিয়েই অভিযোগ তুলেছে মুসলিম লীগ। তাদের দাবি এই অনলাইন গেমকে অবিলম্বে ব্যান করা হোক কারণ এটা মুসলিম সমাজের ধার্মিক আস্থাকে আহত করেছে। PUBG নামক অনলাইনে গেমের এক বছর পূর্তিতে একটা আপডেট দেওয়া হয়েছিল। সেখান থেকেই শুরু হয় বিতর্ক যা এখন ফতোয়ার দিকে এগিয়ে চলেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Wnvy9e
Bengali News