বিহারে এখন লু ও এনসেফেলাইটিসের প্রকোপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এনসেফেলাইটিস সংক্রমণের ফলে প্রায় ১২৫ জন শিশুর মৃত্যু ঘটেছে তো অন্যদিকে ৭৫ এর বেশি মানুষ লু এর প্রকোপে প্রাণ হারিয়েছেন। বিহারের মুজফরপুর, নালন্দা জেলাতে শিশুর শরীরে এনসেফেলাইটিস জীবাণু পাওয়া গেছে। একদিকে শিশু মৃত্যু বেড়েই চলেছে তো অন্যদিকে রাজনৈতিক নেতারা সংবেদনশীলতা হারিয়ে ফেলেছেন। এক প্রেস কনফারেন্স এ বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী শিশু মৃত্যুর প্রশ্নের প্রসঙ্গে রেগে উঠেন। উনি রিপোর্টারদের বলেন প্রেস কনফারেন্স ব্যাঙ্কিং প্রসঙ্গে কথা বলার জন্য ডাকা হয়েছে যদি শিশু মৃত্যু নিয়ে প্রশ্ন করা হয় তবে উনি জবাব দেবেন না।
বিগত কিছুদিন ধরে বিহারে শিশু মৃত্যু চরমে পৌঁছে গেছে। স্থিতি একবারে হাতের বাইরে চলে গেছে অন্যদিকে সরকার প্রশ্ন থেকে বাঁচার জন্য লুকিয়ে পড়ছেন। সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধপত্র ইত্যাদির অভাব রয়েছে যার জন্য চিকিৎসকরা পরিষেবা দিতে হিমশিম খাচ্ছেন। মুজফরনগরের SKMCH হাসপাতালে এনসেফেলাইটিস আক্রান্ত হয়ে জ্বরে জর্জরিত সবথেকে বেশি রোগী ভর্তি হয়েছে। প্রায় ৩০০ এনসেফেলাইটিস আক্রান্ত পেসেন্টকে SKMCH হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার জন্য হাসপাতালে পা রাখার জায়গা পর্যন্ত নেই। এক একটি বেড়ে ৩ থেকে ৪ জন শিশুর একসাথে চিকিৎসা চলছে।
SKMCH হাসপাতালের সুপারেনটেনডেন্ট সনীল কুমার বলেন এখন পর্যন্ত ৩৭২ বাচ্চা ভর্তি হয়েছিল। এরমধ্যে ১১৮ জনকে ডিসচার্জ করা হয়েছে এবং ৫৭ জনকে খুব শীঘ্রই ডিসচার্জ করা হবে। বেশকিছু হাসপাতালের অবস্থা এমন যে সমস্ত বেড পূরণ হওয়ায় রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বহু হাসপাতালে মায়েরা তাদের শিশুকে নিয়ে লম্বা লাইনে বসে রয়েছে। অন্যদিকে বিহার সরকারের দাবি শিশু মৃত্যুর কারণ তাদের পরিবার সময়মত হাসপাতালে পৌঁছাচ্ছে না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিহার পরিদর্শন করে রাজ্য সরকারকে সঠিকভাবে ব্যাবস্থা নেওয়ার উপদেশ দেন একই সাথে সুবিধা উপলব্ধ করানোর অস্বাসন দেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2XnETNU
Bengali News