-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং খবরঃ জঙ্গল মহলে তৃণমূলের হাত থেকে একটি পঞ্চায়েত ছিনিয়ে নিলো বিজেপি

- June 06, 2019


আরেকটি পঞ্চায়েত হাতছাড়া হল শাসক দল তৃণমূলের। লোকসভা ভোটের পর রাজ্যের চারিদিকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। রোজই দলের নেতা, নেত্রী, কর্মী এবং সমর্থকেরা যোগ দিচ্ছেন গেরুয়া অর্থাৎ বিজেপি শিবিরে। আজও সেই যোগদানের ধারা অব্যাহত। মেদিনীপুরে কেশিয়ারীতে বোর্ড গঠনের আগেই শাসক দল তৃণমূলকে বড়সড় ধাক্কা দিলো বিজেপি।

কেশিয়ারী পঞ্চায়েতের ১৫ জন সদস্য এদিন মেদিনীপুর জেলা অফিসে এসে বিজেপিতে যোগ দেন। কেশিয়ারী পঞ্চায়েত সমতির সদস্যা সোমা দন্দপাত, নারায়ণগড়ের মাকুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান যোগেন্দ্র নাথ দলুই এবং উপপ্রধান ধিরেন্দ্র নাথ পণ্ডিত সহ ওই গ্রাম পঞ্চায়েত ১৫ জন সদস্য এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি শমিত দাস।

তৃণমূল ছেড়ে বিজেপিতে সদ্য যোগদান করা সদস্যরা জানান, নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রেরিত হয়েই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। এবং ভবিষ্যতে তাঁরা নরেন্দ্র মোদীর দেখানো পথেই কাজ করতে চান। কেশিয়ারীতে পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে তৃণমূলে এত বড় ভাঙন একদিকে যেমন ভাবাচ্ছে শাসক দলকে। তেমনই বিজেপিতে যোগ দেওয়া সদস্যদের জন্য চরম চনমনে গেরুয়া শিবির।

বিজেপির জেলা সভাপতি শমিত দাস জানান, ‘ রাজ্যে প্রতিদনিই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন নেতা নেত্রীরা। ২০২১ এর আগে তৃণমূলের অস্তিত্ব টিকিয়ে রাখাই মুশকিল হয়ে যাবে। এখন পঞ্চায়েত সদস্যরা বিজেপিতে এসেছেন, এরপরে কর্মীরাও একে একে বিজেপিতে যোগদান করবেন। ১০ ই জুন কেশিয়ারীতে বোর্ড গঠনের আগে তৃণমূলের হাতে একজনও সদস্য থাকবে না।”

 



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WPO4Xc
Bengali News
 

Start typing and press Enter to search