এখন উত্তরপ্রদেশে সপার ক্ষমতা নেই, এখন UP তে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ। আদিত্যনাথ এখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, উনি শপদ নেওয়ার সময় বলেছিলেন হয় অপরাধীরা UP ছেড়ে দিক নতুবা তাদের উপরে পাঠিয়ে দেওয়া হবে। বহু অপরাধী আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, অনেকে অপরাধ জগৎ থেকে বেরিয়ে এসে সাধারণ জীবন শুরু করে। তবে মহম্মদ তৌকিরের মতো কিছুজন ছিল যারা নিজেকে বড় উপদ্রবী মনে করতো। এরা যোগী আদিত্যনাথের কথাকে হালকা ভাবে নিয়েছিল এবং নিজেদের কুকর্ম চালিয়ে যাচ্ছিল।
উত্তরপ্রদেশে মহম্মদ তৌকির আতঙ্কবাদের সমার্থকে পরিণত হয়েছিল। মহম্মদ তৌকিরের উপর ১ লক্ষ টাকার পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু কুখ্যাত অপরাধী হওয়ার কারণে কেউ মহম্মদ তৌকির তথ্য পুলিশকে জানাতে চাইতো না। যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসতেই পুলিশ খোঁজ শুরু করে। আর এখন UP পুলিশের খোঁজ সমাপ্ত হয়েছে। যোগী পুলিশ অপরাধী মহম্মদ তৌকিরকে শেষমেষ জাহান্নাম পাঠিয়ে দিয়েছে।
Criminal Taukir of Pratapgarh who was killed in encounter with STF today morning, was wanted in several cases of murder, attempt to murder, dacoity and extortion, and had a reward of Rs 1 lakh on his head. Two .32Cal pistols and .30 Cal carbine recovered from him. https://t.co/VMUduTlxsz
— ANI UP (@ANINewsUP) June 6, 2019
মোদী সরকার যেভাবে কাশ্মীরে আতঙ্কবাদের সাফাই করছে, ঠিক একইভাবে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ থেকে অপরাধ সাফাই করছেন। আজ পুরো উত্তরপ্রদেশ একবার হেসে উঠছে কারণ কুখ্যাত অপরাধীরাকে যোগী পুলিশ উপরে পাঠিয়ে দিয়েছে। UP পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স আজ প্রতাপগড়ে মহম্মদ তৌকিরকে শিকার করে ফেলেছে। এই অপরাধীর থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তৌকিরের উপর খুন, ডাকাতি ইত্যাদি নানা মামলা ছিল। আজ যোগী প্রশাসন UP কে এই আতঙ্ক থেকে মুক্ত করেছে এর জন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিনন্দন পাওয়ার যোগ্য।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WjZbmO
Bengali News