আরো একবার নরেন্দ্র মোদী(Narendra Modi)ক্ষমতায় ফিরে এসেছেন, সাথে সাথে অমিত শাহকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়ার সাথে সাথে বিরোধী দলীয় নেতাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। জানিয়ে দি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে ৩০০ টি আসন পেয়েছেন। একার দমে বিজেপি ৩০৩ টি সাংসদ পেয়েছে। বিজেপি এবং তার সহযোগী পার্টিগুলি মিলে সেই সংখ্যা ৩৫০ পেরিয়ে গেছে। অর্থাৎ নরেন্দ্র মোদী ২০১৪ সালের থেকে বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে।
কিন্তু বিরোধীদের মাথা এতটাই খারাপ হয়েছে যে দু আড়াইটি সাংসদ নিয়ে আসাউদ্দিন ওয়েসী প্রধানমন্ত্রী মোদীকে আটকানোর কথা বলছে। হায়দ্রাবাদ থেকে লোকসভা সাংসদ এবং AIMIM নামক পার্টিত মুখ্য আসাউদ্দিন ওয়েসীর(Asaduddin Owaisi) দাবি যে, সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আটকাবে। আসাউদ্দিন হুমকি দিয়ে বলেছেন, আমি মোদীর বিরূদ্ধে লড়াই করবো এবং উনাকে আটকাবো।
প্রধানমন্ত্রী মোদীর উপর আক্রমণ করে ওয়েসী বলেন, “মোদী ৩০০ আসন পেয়ে যা নিজের ইচ্ছা তাই করতে পারে না। আমি মোদীর বিরুদ্ধে লড়াই করে রুখে দাঁড়াবো।” ওয়েসী প্রধানমন্ত্রী মোদীর মন্দিরে যাওয়া নিয়েও আক্রমণ ছুঁড়েন। ওয়েসী সাম্প্রদায়িক উস্কানি দিয়ে নিজের রাজনীতির রুটি শেকেন। মুসলিমদেরকে কট্টরপন্থী বানিয়ে তাদেকে জিহাদী কার্যকলাপের জন্য উস্কানি দেওয়ার অভিযোগ বহুবার সামনে এসেছে।
Asaduddin Owaisi, AIMIM: Agar koi ye samajh raha hai ki Hindustan ke Wazir-e-Azam 300 seat jeet ke, Hindustan pe manmani karenge, nahi ho sakega. Wazir-e-Azam se hum kehna chahte hain, Constitution ka hawala dekar, Asaduddin Owaisi aapse ladega, mazluumon ke insaaf ke liye ladega pic.twitter.com/E15KAlAyVX
— ANI (@ANI) June 1, 2019
তবে আসাউদ্দিন ওয়েসী কিভাবে মোদীর বিরুদ্ধে লড়াই করবেন সেটা বলেননি। তবে অনেকের দাবি, ওয়েসী মুসলিমদের উস্কে ভারতের নতুন জিন্না হতে চাই। গাজবা-এ-হিন্দ এবং গাজবা-এ-আলমের অংশীদারি হতে চাই আসাউদ্দিন ওয়েসী। যার জন্য দু আড়াইতে আসন পেয়েও মোদীর বিরুদ্ধে লড়াই করার কথা বলছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Iavj7o
Bengali News