বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক নির্বাচনের ফলাফল ভারতে সাট্টা বাজার (Satta Bazar) চরম গরম। কে সরকার গড়বে? আর কার মাথায় উঠবে রাজার মুকুট সেই নিয়ে সাট্টা বাজারে হাজার হাজার কোটি টাকার বাজি লাগানো হয়েছে। গণতন্ত্রের এই মহাউৎসবে কার সরকার হবে সেটার জবাব ২৩ শে মে জবাব পাওয়া যাবে। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলের ঠিক আগে এক্সিট পোলে (Exit Poll) দেখানো হয়েছে যে দেশে আবার নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকার আসতে চলেছে। আরেকদিকে বিজেপির (Bharatiya Janata Party) জন্য সাট্টা বাজার থেকেও বড় সুখবর আছে। সাট্টা বাজার অনুযায়ী, এইবারেও কেন্দ্রে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ (NDA ) এর সরকার গঠন হতে চলেছে। যদিও মুম্বাই ছাড়া দেশের অন্য রাজ্যের সাট্টা বাজারে এক্সিট পোলের তুলনায় বিজেপিকে কয়েকটা আসন কম দিচ্ছে।
সাট্টা বাজারও নির্বাচনের এই যুদ্ধে অনেক অনেক টাকার খেলা খেলে নিচ্ছে। সাট্টা বাজার অনুযায়ী ৩০৭ টি আসন নিয়ে কেন্দ্রে আবার সরকার গড়তে চলেছে NDA।
সাট্টা বাজারের পরিসংখ্যান অনুযায়ী, NDA ৩০৭, UPA ১০৬ এবং অনান্যরা ১২৯ টি আসন পেতে চলেছে। সাট্টা বাজার অনুযায়ী, কেন্দ্রে আবার নরেন্দ্র মোদীর সরকারই গঠন হতে চলেছে। আরেকদিকে সাট্টা বাজার অনুযায়ী বিজেপি ২৫১-২৫৪ টি আসন নিয়ে দেশের সবথেকে বড় দল হতে চলেছে। সাট্টা বাজার অনুযায়ী কংগ্রেস ৭৪-৭৬ টি আসন পেতে পারে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/30z6dax
Bengali News