২৩ মে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) ফলাফল ঘোষণা হবে। কিন্তু লোকসভা ছাড়াও দুটি রাজ্যেও সরকার গড়া নিয়ে চর্চা চলছে। এই দুই রাজ্য হল, মধ্যপ্রদেশ আর কর্ণাটক। ২৩ মে ফাইনাল রেজাল্ট আসার পর এই দুই রাজ্যেই রাজ্য সরকারের মধ্যা হুলস্থুলি কাণ্ড বেঁধে যাবে বলে ধরা হচ্ছে।
পাওয়া তথ্য অনুযায়ী, অনেক বিধায়কই পালা বদলের জন্য একবারে সম্পূর্ণ ভাবে তৈরি। তাঁরা শুধু ২৩ মে এর জন্য অপেক্ষায় আছে। আর এই দুই রাজ্যের মধ্যে কর্ণাটকে রাজনৈতিক হুলস্থুলটা একটু বেশিই। কর্ণাটকে JDS এর এক সিনিয়র নেতা রাজ্যে বিধানসভা ভঙ্গ করার দাবি তুলেছে। উনি পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, তিনি রাজ্য সরকারের কাজ এবং জোটে খুশি না।
সিনিয়র জেডিএস নেতা Basavaraj Horatti কর্ণাটক বিধানসভা ভঙ্গ করার দাবি তুলেছেন। উনি এও বলেছেন যে, রাজ্যের মানুষ এই জোট সরকারে খুশি নয়। কর্ণাটকে কিছুদিন আগেই জেডিএস আর কংগ্রেসের মধ্যে তুমুল গণ্ডগোল হয়েছিল। দুই দলের নেতাই একে অপরের উপরে খুশি না। আর এই ঘটনার পর জেডিএস এর নেতা বিধানসভা ভঙ্গ করার দাবি তোলেন।
We are on the verge of formation of a new Government at the centre. At this juncture where all efforts are being made to form non-BJP government at the centre, the contradictory statements by leaders of coalition partners #Congress–#JDS may mar such efforts.
— H D Kumaraswamy (@hd_kumaraswamy) May 18, 2019
যদিও কর্ণাটকের মুখ্যমন্ত্রী লোকসভা ফলাফল ঘোষণার আগে কিছু বলতে চাইছেন না। কিন্তু এর আগে উনি নিজেও কয়েকবার এই জোট সরকার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকি উনি কয়েকবার কংগ্রেসের উপরে রাজধর্ম পালন না করার অভিযোগ তুলে মঞ্চে কেঁদেও ফেলেছিলেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2HqMDG4
Bengali News