পশ্চিমবঙ্গে মোদী বনাম মমতা ব্যানার্জীর রাজনৈতিক লড়াই চরমে পৌঁছে গেছে। শেষ দফার ভোট প্রদান বাকি রয়েছে, যার জন্য রাজনৈতিক আক্রমন এখনো জারি রয়েছে। শেষ দফায় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লোকসভার উপর ভোট প্রদানের উপর কাজ হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর গড় বলে পরিচিত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র ও যাদবপুর লোকসভা কেন্দ্রও রয়েছে। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপর পুরো দেশের মানুষের নজর থাকবে। কারণ বিজেপি এই লোকসভা কেন্দ্র থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্রকুমার বসুকে পার্থী করেছে।
মোদী বনাম মমতার রাজনীতির লড়াই এর পরিস্থিতি কেমন রয়েছে সেই দিকে লক্ষ রাখার জন্য ইন্ডিয়া টিভি সেখানে গ্রাউন্ড রিপোটিং করে। গ্রাউন্ড রিপোর্টিং এর পশ্চাতে যা সামনে আসে তা চমকে দেওয়ার মতো। আসলে দক্ষিণ কলকাতা জুড়ে পুরো এলাকায় TMC পার্থী মালা রায় এবং মমতা ব্যানার্জীর পোস্টার রয়েছে। কিন্তু মানুষের মনে অন্য কিছু গাঁথা রয়েছে। আসলে দক্ষিণ কলকাতার মানুষজনকে যখন জিজ্ঞাসা করা হয় যে ক্ষমতায় কে আসবে? মোদী নাকি মমতা? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসে নরেন্দ্র মোদী।
এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাড়ির আসে পাশে এলাকায় গ্রাউন্ড রিপোর্টিং করলেও সেখানে থেকেও চমকে দেওয়ার মতো উত্যর আসে। পতুয়া পাড়া এলাকার মানুষ প্রথমদিকে প্রশ্নের উত্তর দিকে সংকোচ করলেও তাদের মুখ থেকেও মোদী মোদী শব্দ বেরিয়ে আসে। ইন্ডিয়া টিভির গ্রাউন্ড রিপোর্টে কালীঘাট এর মানুষজনের মুখ থেকেও শুধুমাত্র মোদী সরকারের কথা সামনে এসে। যদিও এলাকায় চারিদিকে মমতা ব্যানার্জীর পোস্টার ব্যাপকভাবে দেখা গেলেও বিজেপির পোষ্টার ইত্যাদি তেমনকিছু চোখে পড়ে না।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Vujhug
Bengali News