-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

চাঞ্চল্যকর খবর: অন্য ধর্মের ৮ হাজার মহিলার গর্ভাশয় নষ্ট করেছিল ডক্টর মহম্মদ সাফি।

- May 30, 2019


শুধু ভারতে নয়, পুরো বিশ্বে ডাক্তারদের একটা আলাদা সন্মাম আছে। প্রাণ রক্ষাকারী, ভগবান ইত্যাদি বলে ডাক্তারদের সম্বোধন করা হয়। কিন্তু শ্রীলঙ্কায় এক ডাক্তার জিহাদের সীমা অতিক্রম করে গেছে। শ্রীলঙ্কায় মহম্মদ সাফি নামের এক ডাক্টরকে গ্রেফতার করা হয়েছে। মহম্মদ সাফি ৮ হাজারের বেশি অন্য ধর্মের মহিলাদের সাথে প্রতারণা করেছে। শ্রীলঙ্কার এই ডাক্তার ধর্মের ভিত্তিতে চিকিৎসা করতো। যদি মহিলা অন্য ধর্মের হতো তাহলে সুযোগ নিয়ে ওই মহিলার বাচ্চা উৎপন্ন করার ক্ষমতা শেষ করে দিত।

মহম্মদ সাফি হাসপাতালে জিহাদ এই কারণে করতো যাতে অন্য ধর্মের মানুষজন বেশি বাচ্চা উৎপন্ন না করতে পারে। ধীরে ধীরে যাতে অন্য ধর্ম সংখ্যালঘুতে পরিণত হয়ে সেখানে শরিয়া বা খলিফা রাজ কায়েম করা যায় সেই উদেশ্য জিহাদ চালাতো মহম্মদ সাফি। শ্রীলঙ্কার পুলিশ মহম্মদ সাফিকে গ্রেফতার করা হয়েছে। কুরুনেগালা টিচিং হাসপাতাল থেকে মহম্মদ সাফিকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি খুবই গম্ভীর যার জন্য এই আন্তর্জাতিক খবরে পরিণত হয়েছে। মহম্মদ সাফি একা ৮০০০ মহিলার গর্ভাশয় নষ্ট করে দিয়েছে। জানিয়ে দি, এটা একধরনের জনসংখ্যা জিহাদের অংশ। কোনো এলাকায় নিজেদের জনসংখ্যা বিস্তার করতে এই জিহাদ করে থাকে কট্টরপন্থীরা। এই ধরণের আরো ঘটনা শ্রীলঙ্কার মধ্যে ঘটে এটাও নিশ্চত। তাই শ্রীলঙ্কার সরকার একটা কমিটি গঠন করেছে যাতে এই কট্টর জিহাদীদের গ্রেফতার করা সম্ভব হয়। ঘটনাটি পুরো বিশ্বের মিডিয়া কভার করেছে। কারণ খবরটি খুবই চাঞ্চল্যকর। তবে ভারতের মিডিয়া খবরটি লুকিয়েছে কারণ ভারতের মিডিয়া অতি সেকুলারপন্থী।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2HIQIFE
Bengali News
 

Start typing and press Enter to search