-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং খবরঃ চিটফান্ড কাণ্ডে তৃণমূলের সাংসদ সহ দুই নেতার যোগসূত্র পেলো সিবিআই!

- May 30, 2019


চিটফান্ড কাণ্ড পিছু ছাড়তেই চাইছে না শাসক দল তৃণমূলের (All India Trinamool Congress)। আরেকদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI ও বদ্ধপরিকর চিটফান্ড কাণ্ডে দোষীদের সাজা দিতে। আর এই চিটফান্ড কাণ্ডে মূল দোষীদের ধরতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে চেয়েছিল সিবিআই। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) সিবিআই আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই ইস্যু নিয়ে ধরনায় বসে পড়েছিলেন। যদিও ধরনায় বসে সেরকম সুবিধা করতে পারেন নি তিনি। সুপ্রিম কোর্টের আদেশ মত শেষে সিবিআই এর সামনে হাজিরা দিতে হয়েছিল রাজীব কুমারকে।

এবার চিটফান্ড কাণ্ডে নয়া মোড় পেলো সিবিআই। তবে এবার সারদা না, এবার রাজ্যে চলা আরেকটি চিটফান্ড কোম্পানি iCore নিয়ে গুরুত্বপূর্ণ নথি পেলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চলতি সপ্তাহে iCore চিটফান্ড দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সংস্থা সিজিও কমপ্লেক্সে নথিপত্র ঘাটতে শুরু করে দিয়েছে। আইকোর কাণ্ডে শাসক দলের যোগসূত্র পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সংস্থা।

দক্ষিণ কলকাতার শাসক দলের দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে আইকোর চিটফান্ড দুর্নীতি নিয়ে যোগসূত্র পেয়েছে সিবিআই। তদন্তে নেমে শাসক দলের দুই নেতার বিরুদ্ধে চিটফান্ড দুর্নীতি নিয়ে দুটি ভিডিও পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। শাসক দলের ওই দুই নেতার মধ্যে একজন আবার চরম প্রভাবশালী এবং দলের সর্বোচ্চ নেতা বলে জানা যাচ্ছে। আইকোর নিয়ে শাসক দলের ওই নেতার ভূমিকা খতিয়ে দেখছে সিবিআই। আরেকদিকে আইকোর দুর্নীতিতে শাসক দলের রাজ্যসভার এক সাংসদের নামও উঠে আসছে।

বিজেপিতে যোগ দেওয়ার পরেই মুকুল রায় শাসক দলের দক্ষিণ কলকাতার এক নেতার বিরুদ্ধে চিটফান্ড মামলা নিয়ে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, শাসক দলের ওই নেতা বেহালার একাধিক ক্লাবে আইকোরের অনুদান পেতে সাহায্য করেছিলেন। তাই চিটফান্ড কাণ্ডে আগে তৃণমূলের ওই প্রভাবশালী নেতাকে জেরা করা উচিৎ। আইকোর মামলা নিয়ে জাল প্রায় গুটিয়ে এনেছে সিবিআই। এবার শুধু দুর্নীতিগ্রস্তদের শ্রীঘরে ঢোকানোর দেরি।

 



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2QA41eD
Bengali News
 

Start typing and press Enter to search