-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ইয়াসিনকে তিহাড় জেলে রেখেছে মোদী, ওর মুক্তির জন্য বিশ্বজুড়ে আন্দোলন হোক: ইয়াসিনের বেগম।

- May 08, 2019

কাশ্মীরি আতঙ্কি ইয়াসিন মালিকের পাকিস্তানি বেগম মুসাল মালিক ব্যাতিব্যাস্ত হয়ে পড়েছে। নরেন্দ্র মোদীর সরকার ইয়াসিন মালিককে তিহাড় জেলে ঢুকিয়ে দিয়েছে। যারপর থেকে তার বেগম মুসাল মালিক মোদীর বিরুদ্ধে আন্দোলন করার জন্য লাগাতার হুমকি দিচ্ছে। বিগত দিনে মুসাল মালিক পুরো বিশ্ব ও সমস্থ মানবাধিকার সংগঠনের কাছে একটা বড় অনুরোধ করেছে। মুসাল মালিক অনুরোধ করে বলেছে, আমার সহরকে(কর্তাকে) ভারতের তিহাড় জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, উনাকে বাঁচানোর জন্য পুরো বিশ্বজুড়ে আন্দোলন হোক।

মুসাল মালিক মানবাধিকার সংগঠনগুলির কাছে অনুরোধ করেছে আন্দোলন করার জন্য এবং একইসাথে মুসাল মালিক নিজের স্তরে একটা আন্দোলন শুরুও করেছে। মুসাল মালিক লিখিতভাবে সংযুক্ত রাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে তার সহরকে বাঁচানোর জন্য আন্দোলন করতে। অবিলম্বে যাতে ইয়াসিন মালিককে মুক্ত করা হয় তার জন্য আবেদন জানিয়ে সংযুক্ত রাষ্ট্রের দরজা অবধি পৌঁছে গেছে মুসাল মালিক।

মুসাল মালিক বলেছে, আমরা কর্তা ইয়াসিন মালিকের ভারতে প্রচণ্ড অত্যাচার করা হচ্ছে। মোদী সরকার ইয়াসিন মালিককে তিহাড় জেলের ডেথ সেলে ঢুকিয়ে রেখেছে বলে অভিযোগ করেছে মুসাল মালিক।  ইয়াসিন মালিক কাশ্মীরের আতঙ্কবাদীদের সাথে জড়িত বলে বার বার অভিযোগ সামনে এসেছে কিন্তু মুসালের দাবি ইয়াসিন নির্দোষ।

ইয়াসিন মালিক কাশ্মীরের জন্য আওয়াজ তুলে, ভারত সরকার সেই আওয়াজকে দমন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মুসাল। তাই পুরো বিশ্ব যেন এক হয়ে ইয়াসিন মালিকের মুক্তির জন্য আওয়াজ তোলে। প্রসঙ্গত, ভারত এখন কাশ্মীরের উপর সম্পূর্ণ ভিন্ন নীতি প্রয়োগ করেছে। UPA আমলে ইয়াসিন মালিককে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাড়ি ডেকে বিরিয়ানি খাওয়াতেন। কিন্তু NDA আমলে ইয়াসিন মালিক এখন তিহাড় জেলের রুটি খেতে বাধ্য।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2J9eEE1
Bengali News
 

Start typing and press Enter to search