-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভয়ঙ্কর ফণী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে, উচ্চস্তরীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী।

- May 02, 2019

ফণী ঘূর্ণিঝড়(cyclone fani) নিজের শক্তি বৃদ্ধি করে প্রবল বেগে নিয়ে আসতে চলছে উড়িষ্যা বাংলার দিকে। অতিপ্রবল গ্রীষ্মমন্ডলীয় এই ফণী ঘূর্ণিঝড় পূর্বউপকূলবর্তী রাজ্যগুলির ব্যাপক ক্ষতি করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ভারত সরকার বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে কাজ শুরু করে দিয়েছে। কেন্দ্র সরকার লাগাতার রাজ্যের পরিস্থিতির উপর নজর রেখেছে এবং কোথাও কোনো ত্রুটি না থেকে যায় তার উপর বার বার খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে cyclone fani একটা সিভিয়ার সাইকেলোনিক স্ট্রম যা অত্যন্ত ভয়াবহ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালে উড়িষ্যায় আসা সুপার সাইক্লোনের পর এটা সবথেকে ভয়ংকর ঘূর্ণিঝড় হতে পারে।

cyclone fani এর রুদ্ররূপ এতটাই ভয়ঙ্কর যে, প্রধানমন্ত্রী মোদী লাগাতার এই ঘূর্ণিঝড়ের উপর খোঁজ খবর নিচ্ছেন। বিপর্যয় পরিস্থিতির মোকাবিলার জন্য আগাম উচ্চপর্যায়ের বৈঠক সেরেছেন। ক্যাবিনেট সচিব, পিএমও,NDRF, স্বরাষ্ট্র সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিপর্যয় মোকাবিলা ও  cyclone fani এর গতিপথ বিষয়ক আলোচনা করা হয়েছে বলে সূত্রের খবর। আবহাওয়া দপ্তরের সিনিয়রদের সাথে এবং কেন্দ্রের আধিকারিকদের সাথে সম্পর্কে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী।  জীবনহানি বাঁচাতে যাতে সমস্থ রকম প্রস্তুতি নিয়ে রাখা হয়, সিনিয়র অফিসারদের এমনটাই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

NDRF এর টিমকে আগে থাকতেই উপকূলবর্তী এলাকাগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। খাদ্য, খাবার জলের ব্যাবস্থা যাতে সঠিকভাবে রাখা হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ফণী ঘূর্ণিঝড়ের প্রভাবে অচল হয়ে যাওয়া টেলিকম ও বিদুৎ পরিষেবাকে পুনরায় ঠিক করার জন্য যা ব্যাবস্থা নেওয়া হয়েছে তাও প্রধানমন্ত্রী মোদীকে জানানো হয়েছে। cyclone fani ঝড়ের ভয়ঙ্করতাকে লক্ষ রেখে গতকাল পুরীর জগন্নাথ মন্দিরের ধজ্জা বদল করা হয়েছে।

সমুদ্রে বেশ কয়েকটি জাহাকে হাই এলার্টে রাখা হয়েছে। বেদকিছু হেলিকপ্টারকেও মোতায়েন করা হয়েছে উপকূলবর্তী এলকাগুলিতে উদ্ধার কার্য চালানোর জন্য।cyclone fani কে লক্ষ রেখে ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হয়েছে, বহু ট্রেন বাতিল করা হয়েছে। কেন্দ্র সরকার ১০৮৬ কোটি টাকা বরাদ্দ করেছে বিপর্যয় মোকাবিলা করার জন্য। আগুন নেভানোর যন্ত্র, ভেঙে পড়ে যাওয়া গাছ কাটার যন্ত্র, লাইফ বোট,জল সঞ্চালিত করার পাম্প ইত্যাদি সামগ্রী নিয়ে সব সময় সজাগ থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা টিমকে। এছাড়াও প্রয়োজনীয় ওষুধপত্র, পানীয় জল, শুকনো খাদ্য রাখার জন্য বলা হয়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2VGwgx2
Bengali News
 

Start typing and press Enter to search