PM Narendra Modi addresing a public rally in Dum Dum, West Bengal: Didi sun lo, yeh Paschim Bengal aapki aur aapke bhatije ki jaagir nahi hai. Yeh Maa Bharati ka ek atoot ang hai. pic.twitter.com/Sf4DoW4sDy
— ANI (@ANI) May 16, 2019
প্রধানমন্ত্রী বলেন, ‘এই মাটি মা ভারতীর একটি অটুট অঙ্গ। দিদি যদি আপনি নিজের চোখের পট্টি খুলে নেন, তাহলে আপনি এক ভারত আর শ্রেষ্ঠ ভারত দেখতে পারবেন।” প্রধানমন্ত্রী বলেন, পশিমবঙ্গে রামভক্তেরা ভয়ে ভয়ে বেঁচে থাকতে বাধ্য হচ্ছে। জয় শ্রী রাম বললেই, এরাজ্যের মানুষকে জেলে যেতে হচ্ছে। পশিমবঙ্গকে ক্ষতি করা মানুষ গুলো এবার আর বাঁচবে না।
প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিশানা করে বলেন, দিদি আপনার এবং আপনার দলের নেতাদের অহংকার এতটাই বেড়ে গেছে যে, আপনারা দেশের সুরক্ষায় থাকা বীর জওয়ানদেরও ছাড়ছেন না। আপনার দলের নেতা সবার সামনে সেনাদের ভাগাও, ওদের মারো। এই একই রকম পদ্ধতি জম্মু কাশ্মীরের পাথরবাজেরা আপন করে নেয়।
প্রধানমন্ত্রী বলেন, জয় মা কালি আর জয় শ্রী রাম বললেই বাংলার যুবকদের জেলে ঢোকানো হচ্ছে। একটা মজা করলে বাংলার মেয়েদের জেলে ঢোকানো হচ্ছে। এটা এখন আর চলবে না। ২৩ মে যখন আবার মোদী সরকার আসবে, তখন সবার হিসেব নেওয়া হবে। অবৈধ অনুপ্রবেশকারীদেরও দেখে নেওয়া হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/30pjySP
Bengali News