পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh) আর কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) অন্দরের অরাই এবার প্রকাশ্যে। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং রবিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বলেন, ‘সিধু আমার যায়গায় মুখ্যমন্ত্রী হতে চাইছে।” এরসাথে উনি অভিযোগ করে বলেন, ‘সিধু কংগ্রেসের বদনাম করছে। দলকে ওনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিৎ।”
ক্যাপ্টেন অমরিন্দর সিং পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী সিধুকে আক্রমণ করে বলেন, সিধু যদি আসল কংগ্রেসি হত, তাহলে সে নিজের অভিযোগের জন্য নির্বাচনের সময় বেছে নিতনা। পাটিয়ালায় ভোট দিতে যাওয়ার সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং সিধুকে নিয়ে এই অভিযোগ করেন।
ক্যাপ্টেন বলেন, ‘ এটা দলের হাইকম্যান্ড সিদ্ধান্ত নেবে যে, তাঁরা সিধুর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবে কি না। কিন্তু দলের দিক থেকে এরকম অনুশাসনহীনতা বরদাস্ত করা উচিৎ না।” উনি বলেন, সিধুর উপর আমার কোন ব্যাক্তিগত অভিযোগ নেই। আমি ওনাকে ছোট বেলা থেকেই চিনি, সম্ভবত উনি মহত্মাকাঙ্খী আর আমাকে সরিয়ে রাজ্যের প্রধানমন্ত্রী হতে চাইছেন।
আরেকদিকে সিধু শুক্রবার অমরিন্দর সিং এর নাম না নিয়েও ওনার উপর জোরদার হামলা করেছিলেন। উনি বলেছিলেন, ‘কেউ বলে, আসন না পেলে ইস্তফা দিয়ে দেবো। কিন্তু আমি বলছি, যদি বেয়াদপদের উপর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমি ইস্তফা দিয়ে দেবো।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/30xf7Fu
Bengali News