আজ দেশ জুড়ে সপ্তম দফার লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। দেশের আটটি রাজ্যে ৫৯ টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। আজ রাজ্যের ৯ টি আসনে ভোট নেওয়া হচ্ছে। সকাল বেলায় ভোট শুরু হওয়ার পর থেকে চারিদিক থেকে হিংসার ছবি ভেসে আসছে। প্রতিটি হিংসার ক্ষেত্রেই অভিযোগের তির শাসক দল তৃণমূলেরই (TMC) দিকে।
দেশের মত রাজ্যেও এবার সাতটি দফাতেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এটাই প্রথমবার হল যে, রাজ্যে প্রতিটি দফায় ভোট নেওয়া হল। এরাজ্যে প্রথম ষষ্ঠ দফাতে চারিদিক থেকে হিংসার ছবি দেখা গিয়েছে। এমনকি বাদ গেলো না শেষ দফাও। কখনো বুথ জ্যাম, কখনো ছাপ্পা আবার কখনো ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া। এমনকি বিরোধীদলের কর্মী ও বুথ এজেন্টদের মারধর। সবই দেখলো এই রাজ্যবাসী। বাদ যায়নি বিরোধীদের প্রার্থীরাও। শাসক দলের হাতে আক্রন্ত হয়েছেন বিরোধী দলের প্রার্থীরাও।
আর সেই নিয়ে চিন্তিত প্রতিরক্ষা মন্ত্রালয়। প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন পশ্চিমবঙ্গে নরসংহারের আশঙ্কা জাহির করেছেন। এবং তিনি জানিয়েছেন নির্বাচনী বিঁধি ২৩ মে তে খতম হওয়া পর্যন্ত রাজ্যে আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছেন। আর এই জন্যই আমাদের আশঙ্কা যে, ভোট প্রক্রিয়া শেষ হলেই তৃণমূল কংগ্রেস রাজ্যে নরসংহার শুরু করবে। আর সেই জন্যই আমার দাবি যে, ২৩ মে নির্বাচনী বিঁধি শেষ হওয়া পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকুক।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2QddQP8
Bengali News