ধার্মিক উন্মাদী এবং মেয়েদের পায়ের জুতো মনে করা পীলিভিটের রেশমা ত
দুর্দান্ত জবাব দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেনে যে তার আত্মসন্মান সবথেকে বড়। এমনি এক খবর উত্তরপ্রদেশ রাজ্য থেকে সামনে আসছে। ঘটনা পীলিভিটের যেখানে রেশমি নামক এক মুসলিম মহিলাকে তার স্বামী তিন তালাক দিয়েছিল। তিন তালাকের খবর এলাকায় এমনভাবে ছড়িয়েছিল যেন জঙ্গলে আগুন ছড়িয়ে গেছে। এলাকার মৌলনাদের জিভ থেকে লাল ঝরতে শুরু করেছিল এইভেবে যে, এবার তো কেউ হালালা করার সুযোগ পাবে।
কিন্তু রেশমি তার আত্মসন্মান নিয়ে কোনো আপস করতে রাজি ছিল না। খবর অনুযায়ী, নিজের সম্মানের সাথে কোনো বোঝাপড়া না করে রেশমি দীপক নামের এক হিন্দু ছেলের সাথে বিয়ে করে নেয়। রেশমি নিজের আত্মসন্মান বাঁচিয়ে নেয় এবং হালালার মতো কুকৃত্য থেকে সে রক্ষা পায়। ঘটনা উত্তরপ্রদেশের পিলভিট শহরের যেখানে মহম্মদ ইসলামের মেয়ে রেশমি থাকতো। মহম্মদ রাইস নামক এক হিন্দু ছেলের সাথে রেশমির নিকাহ হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই মহম্মদ রাইস রেশমির উপর অত্যাচার শুরু করে।
এরপর মহম্মদ রাইস রেশমিকে তিন তালাক দিয়ে দেয়। এরপর এলাকার মৌলানারা লাল ঝরাতে শুরু করে। কারণ এবার যদি রেশমি পুনরায় নিকাহ করতে চাইতো তাহলে তাকে হালালার মধ্যে দিয়ে যেতে হতো। যার ফায়দা লুটত মৌলানার, কিন্তু রেশমি তার আত্মসম্মানের সাথে কোনো সমঝোতা করে নি। রেশমির পরিচয় দীপক নামের এক হিন্দু ছেলের হয়। দুজনের মধ্যে পরিচয় এবং জানা বোঝা ইত্যাদি হলে তারা বিয়ের জন্য পস্তুত হয়ে যায়।
প্রাপ্ত খবর অনুযায়ী এখন রেশমা বরেলি গিয়ে বিয়ে করে নিয়েছে। রেশমা ও দীপক পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। শুধু এই নয়, রেশমা ভারতীয় সনাতন সংস্কৃতিকে আপন করে নিয়েছে। রেশমা এখন নিজের নাম রানী রেখেছে। কট্টরপন্থীরা রানীকে হুমকি দিচ্ছে কিন্তু হিন্দু সংগঠনগুলি তাদেরকে সংরক্ষণ দিয়েছে। এমনিতেই উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকার থাকায় কট্টরপন্থীদের হাত বাঁধা পড়ে আছে। তাই দীপক ও রানী নিশ্চিতভাবে নিজেদের সাংসারিক ধর্ম পালন করছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/30kpD2S
Bengali News