সুরাটের সিভিল হাসপাতালে বুধবার চরম উত্তেজন ছারায় যখন স্টাফরা জানতে পারে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাকা কান্তিলাল মোদী নাম বদলে তাঁদের হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। আসলে কান্তিলাল মোদী (Kantilal Modi) নিজের পরিচয় এই জন্যই লুকিয়েছিলেন যে, উনি চায়নি যে অন্যদের তুলনায় ওনার চিকিৎসা আর দেখভাল ভালো হোক।
একটি হিন্দি সংবাদমাধ্যম অনুযায়ী, কান্তিলাল (Kantilal Modi) চিকিৎসার জন্য ভর্তি হওয়ার সময় কাউকে জানান নি যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবারের লোক। উনি নিজের পরিচয় লোকানর চেষ্টা করেছেন যাতে, প্রধানমন্ত্রীর সাথে ওনার সম্পর্ক সবাই না জানতে পারে।
যদিও হাসপাতালে জিজ্ঞাসাবাদ করার সময় ওনার পরিচয় আর গোপন রাখা সম্ভব হয়নি। বুধবার ইউরিন ইনফেকশনের সমস্যার জন্য কান্তিলাল হাসপাতালে ছরতি হন। পরীক্ষায় ওনার সুগার লেভেল ২২৩ আর ব্লাড প্রেসার ১৫০ পাওয়া গেছে। ওনাকে মেডিসিন সার্জারি বিভাগে রেফার করে এডমিট করানো হয়েছে।
আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভাই আর পরিবারের অন্য সদস্যেরা সাধারণ জীবন যাপন করেন। নরেন্দ্র মোদীর কাকা কান্তিলাল (Kantilal Modi) প্রধানমন্ত্রীর নাম নিয়ে সুবিধা নিতে চাননা। আর এইজন্য উনি পরিচয় গোপন করে সুরাটের সিভিল হাসপাতালে ভর্তি হন। ৮১ বছর বয়সী কান্তিলাল সুরাটেই থাকেন। কিছুদিন আগেই নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদীর স্ত্রীর জীবনাবসান হয়। তখন কান্তিলাল মোদী ওনার শেষকৃত্যে গেছিলেন।
হিন্দি সংবাদমাধ্যমের সাথে কথাবার্তার সময় কান্তিলাল বলেন, যখন নরেন্দ্র মোদী (Narendra Modi) গুজরাটের প্রধানমন্ত্রী ছিলেন, তখন দেখা সাক্ষাৎ হত। প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার সাথে আর দেখা হয়নি বলে জানান তিনি। কান্তিলাল এর অনুযায়ী, তিনি কখনো কাউকে বলেন না যে, নরেন্দ্র মোদী ওনার ভাইপো। উনি কোন কারণেই প্রধানমন্ত্রীর নাম আর সন্মানের ব্যাবহার করে নিজের জীবনে সুবিধা আনতে চাননা। যদিও হাসপাতালে এই কথা জানার পর ডাক্তারেরা ওনার বিশেষ করে পরিচর্জার দ্বায়িত্ব নিয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2VRXMHP
Bengali News