-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নেতাজীর পর এবার নিজেকে নেলসন ম্যান্ডেলার সাথেও তুলনা করে বসলেন মদন মিত্র !

- May 09, 2019

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে উপ নির্বাচনে ভাটপাড়া বিধানসভার প্রার্থী মদন মিত্র (Madan Mitra) এবার নিজের গরিমা বজায় রাখার জন্য সদূর আফ্রিকা থেকে নেলসন ম্যান্ডেলার (Nelson Mandela) প্রসঙ্গ টেনে আনলেন। যদিও এটা প্রথম না, এর আগে উনি আবার নিজেকে নেতাজীর সাথেও তুলনা করেছিলেন। তিনি বলেন, নেলসন ম্যান্ডেলাও (Nelson Mandela) জেলে ছিলেন, আমিও জেলে ছিলাম। ৪২ বছর জেলে থাকার পর নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রনায়ক হয়েছিলেন।

ওনাকে নেলসন ম্যান্ডেলার (Nelson Mandela) জেল আর ওনার জেল হওয়ার ব্যাপারটা বুঝিয়ে বলতে উনি বলেন, ‘সবই এক, জেল মানে জেল। গোলাপকে যে নামেই ডাকো, গন্ধ একই থাকবে।” তবে তিনি জেলে যাওয়া নিয়ে আর ওনার হাজতবাস নিয়ে একটি আবেদনও করেন। তিনি বলেন, ‘দেখুন জেলে ছিলাম বলবেন না। শুনতে খারাপ লাগে। বলুন কাস্টডি তে ছিলাম। ইংরেজিতে কথাটা বেশ শুনতে ভালো লাগে।”

সম্প্রতি মদন মিত্র (Madan Mitra) ফেসবুকে দাপিয়ে বেড়াচ্ছেন। দিনে তিন চার বার ফেসবুকে লাইভে এসে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন। ওনার ফেসবুক লাইভে, রাজনৈতিক কমেন্ট চোখে না পড়লেও দেখা মদন ভক্তদের অনেক কমেন্টই দেখা যায়। বিশেষ করে তরুণীদের। সবাই এখন মদন লাইভে কাবু। উনি নিজেও অকপটে স্বীকার করেছেন যে, এর আগে ওনার লাইভে শুধু ছেলেরাই আসত। এখন চারিদিক থেকে মেয়েরাই বেশি করে এসে আমার জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে দিয়েছে।

মদন মিত্রকে (Madan Mitra) এই তরুণী ফলোয়ার্স আর বাড়ির সমস্যা নিয়ে জিজ্ঞাসা করাতে উনি বলেন, ‘ স্ত্রীকে বুঝিয়েছি, শ্রীকৃষ্ণ তো একটাই বিয়ে করেছিলেন, অথচ শুনেছি সখী ছিলো কয়েক হাজার। কিন্তু কেস খায়নি। আমি স্ত্রীকে বলেছি, দেখো, এই বয়সে তো আর বিয়ে করতে যাবো না। এসব বলে সমস্যা সমাধান করেছি।”



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2DWtBoY
Bengali News
 

Start typing and press Enter to search