ভারতে অনেক বামপন্থী পার্টি ও সংগঠন রয়েছে কিন্তু ভারতের সবথেকে বড়ো বামপন্থী পার্টি হলো সিপিএম। এই পার্টির বর্তমান প্রধান হলেন সীতারাম ইয়েচুরি। সিপিএম এর প্রধান সীতারাম ইয়েচুরি এখন হিন্দুদের দুই পবিত্র ধর্মগ্রন্থের উপর হামলা করে দিয়েছেন। ইয়েচুরি হিন্দুদের দুই পবিত্র গ্রন্থ রামায়ণ ও মহাভারতের উপর আক্রমন করে দিয়েছেন। সীতারাম ইয়েচুরি বলেছেন, রামায়ণ ও মহাভারত হিংসাতে পরিপূর্ণ।
সীতারাম ইয়েচুরি এটা বোঝাবার চেষ্টা করেন যে, হিন্দু তো হিংস্র হয়। হিন্দুদের ধর্ম গ্রন্থগুলি হিংসাতে পরিপূর্ণ। উনি বলেন, রামায়ণ ও মহাভারত হিংসাতে পরিপূর্ণ। যদি কেউ ওগুলোর প্রচার করে বলে হিন্দু হিংসা করে না তাহলে কথার মধ্যে কোনো লজিক নেই। বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি হিন্দুদের গ্রন্থগুলিকে হিংসা ছড়ানোর গ্রন্থ বলার চেষ্টা করেন। ইয়েচুরি সরাসরি হিন্দুদের গ্রন্থের উপর প্রশ্ন তুলে দিয়েছেন।
তবে এটা প্রথম নয়, যে বামপন্থীরা হিন্দুদের আস্থা, সংস্কৃতি আক্রমন করেছে। হিন্দুদের উপর আক্রমণ করার জন্য বামপন্থী নেতা নেত্রীদের বহু কুখ্যাতি রয়েছে। সেটা প্রকাশ্যে গো-মাংস খাওয়া হোক বা হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে কুকথা বলা হোক সবদিক থেকেই বহুবার আক্রমন চালিয়েছে বামপন্থীরা। লক্ষণীয় বিষয় এই যে, বামপন্থীরা হিন্দু ধর্মের প্রতি যে বিদ্বেষপূর্ন ভাব দেখায় সেটা অন্য কোনো ধর্মের সাথে দেখায় না।
প্রসঙ্গত জানিয়ে দি, সীতারাম ইয়েচুরিকে অনেকে ক্রিপ্টো ক্রিস্টিয়ান বলেন। ক্রিপ্টো ক্রিস্টানের অর্থ যারা ধর্ম পরিবর্তন করে হিন্দু থেকে খ্রিস্টান হয়েছে কিন্তু সেটা সার্বজনীক করে না। ক্রিপ্টো খ্রিষ্টানদের মূল লক্ষ সারাজীবন অন্য ধর্মের মানুষ হয়ে সেজে থেকে ষড়যন্ত্র চালানো। উদাহরণস্বরূপ, পূর্ব রাষ্ট্রপতি আর.কে নারায়ণকে সকলে হিন্দু মনে করতেন। কিন্তু মৃত্যুর পর উনাকে খ্রিস্টান কবরস্থানে অন্তিম কার্যের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। গৌরী লংকেশকেও সকলে হিন্দু মনে করতেন কারণ অন্যান ক্রিপ্টো ক্রিস্টানদের মতো উনিও নিজের নামে হিন্দু দেবদেবীর নাম জুড়ে রাখতেন। কিন্তু গৌরী লংকেশ মারা যাওয়ার পর বোঝা যায় যে উনি খ্রিস্টান।
Sitaram Yechury, CPI(M): Ramayana & Mahabharata are also filled with instances of violence & battles. Being a pracharak, you narrate the epics but still claim Hindus can't be violent? What is the logic behind saying there is a religion which engages in violence & we Hindus don't pic.twitter.com/S3ZpDj102u
— ANI (@ANI) May 3, 2019
এছাড়াও ডি রাজা নামক আরো এক ক্রিপ্টো খ্রিস্টান বর্তমানে ভারতীয় রাজনীতিতে খুব সক্রিয় থাকে। এখন ডি এর অর্থ ড্যানিয়েল যা সে লুকিয়ে রাখে। যাইহোক সীতারাম ইয়েচুরিকেও অনেকে ক্রিপ্টো ক্রিষ্টান বলেন। কারণ, উনিও নিজের নামের সাথে দুটো দুটো হিন্দু নাম যোগ করে হিন্দুদের ভ্রমিত করে হিন্দু বিরোধী মন্তব্য করেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2DKNwH7
Bengali News