কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) আদিবাসী নিয়ে রাজনীতি করতে খুব ভালই পারেন। আর সেই জন্য কংগ্রেসের ‘ন্যায়” প্রকল্পে (NYAY) একটি আদিবাসী মহিলার সাথে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর ছবি দেখানো হয়েছে। যদিও ওই ছবি নিয়ে প্রচুর বিতর্কও ছড়িয়েছে। কারণ ওই ছবিতে আশ্চর্য ভাবে রাহুল গান্ধীর তিন নম্বর হাত দেখা গেছে। আর তাঁর থেকেও বড় ব্যাপার হল ওই একই মহিলার সাথে কংগ্রেসের অন্য নেতা, নেত্রীরাও ছবি তুলেছেন তাও অন্য রাজ্যে। এখন কথা একটাই হল যে, কংগ্রেস আদিবাসী প্রেম দেখায় ঠিকই, কিন্তু আদিবাসীদের পাশে নেওয়ার জন্য একজন আদিবাসী মহিলাকেই ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ব্যাবহার করে।
এবার এরকমই আদিবাসী প্রেম দেখাতে ঝাড়খণ্ডের Khunti লোকসভা কেন্দ্রে প্রচারে যান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর সেখানে গিয়ে আদিবাসী মহিলাদের কাছে চরম বিপর্যস্ত হন তিনি। Khunti তে একটি জনসভায় প্রচারের সময় একদল আদিবাসী মহিলা রাহুল গান্ধীর সামনেই ‘মোদী জিন্দাবাদ” এর স্লোগান দিতে থাকে।
Khunti লোকসভা কেন্দ্রে রাহুল গান্ধী (Rahul Gandhi) কংগ্রেস প্রার্থী কালিচরন মুন্ডার সমর্থনে প্রচারে যান। সেখান থেকে তিনি কেন্দ্র সরকারকে নানান ইস্যুতে আক্রমণ করা শুরু করেন। রাহুল গান্ধীর ভাষণ শেষ হতেই কংগ্রেসের নেতারা ‘চৌকিদার চোর হ্যায়” এর স্লোগান দিতে থাকে। আর সেই সময়েই মিডিয়া লাইনের পিছনে বসে থাকা একদল আদিবাসী মহিলা ‘মোদী জিন্দাবাদ” এর স্লোগান দেওয়া শুরু করে দেন।
মিডিয়া ওই মহিলাদের ‘মোদী জিন্দাবাদ” এর স্লোগান দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে ওনারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আছি আমরা। উনি আমাদের শৌচালয় দিয়েছেন, বিনামূল্যে গ্যাস কানেকশন দিয়েছেন, বাড়ি দিয়েছেন, বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছেন। আদিবাসী মহিলারা বলেন, অনেক সরকার এসেছে গেছে, সবাই আমাদের উন্নয়ন করার স্বপ্ন দেখিয়ে ভোট নিয়েছে। কিন্তু মোদী সরকার আমাদের উন্নয়ন করার মিথ্যে প্রতিশ্রুতি না দিয়েই, প্রকৃত উন্নয়ন করে দেখিয়েছেন। তাই আমরা মোদী সরকারের পাশে আছি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2UXrrLp
Bengali News