কলকাতায় অমিত শাহ ( Amit Shah ) এর রোড শো শুরু হওয়ার আগে হওয়া রাজনৈতিক ষড়যন্ত্র এবং রোড শো চলাকালীন হওয়া হিংসার পর রাজ্যের রাজনৈতিক আবহাওয়া চরম গরম। BJP সরাসরি এর জন্য মমতা ব্যানার্জী ( Mamata Banerjee ) এর সরকারের দিকে অভিযোগের আঙুল তুলছে। আরেকদিকে মমতা ব্যানার্জী বিজেপির বিরুদ্ধে গুন্ডাগিরি করার অভিযোগ এনেছেন। BJP নির্বাচনের কাছে অভিযোগ জানিয়ে এই ঘটনা নিয়ে তৎকাল তদন্ত করার দাবি তুলেছে। আর এই ব্যাপারে আজ সকাল ১০ টা নাগাদ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ একটি প্রেস কনফারেন্স করেন। প্রেস কনফারেন্সে অমিত শাহ বলেন।
- মমতা ব্যানার্জী বিজেপির উপর অভিযোগ করছেন, উনি বলছেন সব বিজেপি করেছে। বিজেপি গোটা ভারতে নির্বাচনে লড়ছে, কোথাও কোন হিংসা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের ছয় দফার নির্বাচনেই হিংসার ছবি দেখা গেছে।
- বিজেপির রোড শোয়ের আগে ব্যানার পোস্টার লাগানো হয়েছিল। কিন্তু সেগুলোকে ছিঁড়ে ফেলে তৃণমূল।
- রোড শোয়ে অভূতপূর্ব সমর্থন পেয়েছিলাম আমরা। রোড শো চলাকালীন তিনবার হামলা হয়েছিল। বোতলের মধ্যে কেরোসিন ঢেলে ছোঁড়া হয়েছিল আমাদের দিকে।
- ইশ্বরচন্দ্রের মূর্তি বিজেপি ভাঙেনি। কলেজের গেট তো বন্ধ ছিল, তাহলে মূর্তি কে ভাঙল? তৃণমূলের গুণ্ডারাই এটা করেছে।
- তৃণমূল সরকারের উল্টো গণনা শুরু।
- হিংসার পাঁক যত ছড়াবে ওরা, তত পদ্ম ফুটবে।
- মমতার সরকারের প্রচারে কেন নিষেধাজ্ঞা জারি হয়না না? কেন শুধু বারবার বিজেপি মিটিং, মিছিল বাতিল করে দেওয়া হয়?
- মমতার হুমকিতে নির্বাচন কমিশন কেন অ্যাকশন নিচ্ছে না।
- মমতা দিদি, আপনি আমার থেকে বয়সে বড় হতে পারেন। কিন্তু আমি আপনার থেকে অভিজ্ঞতায় বড়, আপনার থেকে বেশি নির্বাচনে আমি লড়েছি, আর আমাদের দলকেও বেশি নির্বাচনে লড়িয়েছি।
- আমি খবর পেলাম যে, আমার উপরে মামলা দায়ের করা হয়েছে। বিজেপি মমতার এফআইআর থেকে ভয় পায়না।
- ২৩ মের পরে দিদির দিন সমাপ্ত হতে চলেছে।
- পশ্চিমবঙ্গে বিজেপি ২৩ এর বেশি আসন পাবে।
- আমার সৌভাগ্য যে, আমি সেখান থেকে বেঁচে ফিরেছি।
- সুপ্রিম কোর্টের বিচারকের নেতৃত্বে এসআইটি তদন্ত হওয়া উচিৎ।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2E68iRF
Bengali News