-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

উড়িষ্যার মোদীঃ লোকসভার সাংসদ হলেন সন্ন্যাসীর মতো জীবনযাপন করা প্রতাপ সারঙ্গি, জেনে নিন ওনার গোটা কাহিনী

- May 26, 2019


লোকসভা নির্বাচনে (Loksabha Election) আবারও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নামে ঝড় উঠল গোটা দেশে। আর সেই ঝড়ে এনডিএ (NDA) সমেত বিজেপি (BJP) রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা হাসিল করে নেয়। দেশর চারিদিকে এখন মোদীর জয়ের জাদু ছেয়ে আছে। আর এরই মধ্যে এক ব্যাক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হচ্ছে। ওনার নাম প্রতাপ সারঙ্গি (Pratap Sarangi)। তিনি এবার উড়িষ্যার বালাসোর থেকে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়েছেন, এবং জয়ও পেয়েছেন। জনতা ওনাকে উড়িষ্যার মোদী বলেই ডাকে।

প্রতাপ চন্দ্র সারঙ্গি (Pratap Chandra Sarangi)উড়িষ্যার বালাসোর আসন থেকে বিজু জনতা দলের প্রার্থী রবীন্দ্র কুমার জেনা কে ১২ হাজার ৯৫৬ ভোটে হারিয়েছেন। শোনা যায় যে, প্রতাপ সারঙ্গি বিয়ে করেন নি। গতবছর ওনার মায়ের মৃত্যু হয়েছে। সারঙ্গির কাছে সম্পত্তিও নেই তেমন। একটি ছোট ঘরে থাকেন তিনি, আর গরিব মানুষ এনাকে খুব ভালবাসে এবং সমর্থন করে। এবার তিনি বালাসোর থেকে জয়লাভ করে সাংসদ হয়ে এলাকার গরিব মানুষদের দুঃখের কথা প্রকাশ্যে আনবেন। সোশ্যাল মিডিয়ায় সারঙ্গির খুব প্রশংসা হচ্ছে। মানুষ ওনার এতটাই প্রেমে পড়ে গেছে যে, ওনাকে এখন সবাই উড়িষ্যার মুখ্যমন্ত্রী রুপে দেখতে চাইছে।

লোকসভার সাংসদ হওয়ার আগে প্রতাপ সারঙ্গি উড়িষ্যার নীলগিরি বিধানসভা আসন থেকে বিধায়ক ছিলেন। তিনি ২০০৪ আর ২০০৯ এ দুবার বিধায়ক হয়ছিলেন। এর আগে ২০১৪ এর লোকসভা নির্বাচনে সারঙ্গি লড়েছিলেন, কিন্তু তিনি সেবার জয় হাসিল করতে পারেননি। শোনা যায় যে, উনি নরেন্দ্র মোদীর খুবই ঘনিষ্ঠ আর মোদী যখনই উড়িষ্যা আসেন, তখন তিনি সারঙ্গির সাথে দেখা করেন।

প্রতাপ সারঙ্গির জন্ম নীলগিরি এর গোপিনাথপুর গ্রামের এক গরিব পরিবারে ৪ জানুয়ারি ১৯৫৫ এ হয়েছিল। সারঙ্গি স্থানীয় ফকির কলেজ থেকে স্নাতক হয়েছিলেন। সবাই বলেন যে, প্রতাপ সারঙ্গি ছোট বেলা থেকেই আধ্যাত্মিক। তিনি রামকৃষ্ণ মঠে সাধু হতে চেয়েছিলেন। আর এরজন্য উনি অনেকবার মঠেও গিয়েছিলেন। কিন্তু মঠ থেকে যখন জানতে পারল যে, তাঁর পিতা মারা গেছেন, আর মা একা থাকে, তখন মঠ তাঁকে তাঁর মায়ের সেবার জন্য বাড়িতে পাঠিয়ে দেয়।

প্রতাপ সারঙ্গি মায়ের সেবা করার সাথে সাথে জনসেবা করাও শুরু করেন। উনি বালাসোর আর ময়ুরভঞ্জ এর আদিবাসী এলাকায় অনেক স্কুল বানিয়েছেন। ২০১৪ এর হলফনামা অনুযায়ী, সারঙ্গির কাছে মোট ১০ লক্ষ টাকার সম্পত্তি আছে। সন্ন্যাসীদের মতন জীবনযাপন করা সারঙ্গি ধর্ম আর আস্থায় খুব আগ্রহী।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WsMCcZ
Bengali News
 

Start typing and press Enter to search