আমেঠির গোউরিগঞ্জ এলাকার বারাউলিয়া গ্রামের প্রাক্তন প্রধান সুরেন্দ্র সিং কে গুলি করা হত্যা করা হয়েছে। নিহত সুরেন্দ্র স্মৃতি ইরানীর ঘনিষ্ঠ ছিল বলে জানা যায়। উনি স্মৃতি ইরানীর জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন। এই খবর পেতেই স্মৃতি ইরানি দিল্লী থেকে আমেঠি পৌঁছান। উনি মৃত সুরেন্দ্রর পরিবারের সাথে সাক্ষাৎ করেন, এবং সুরেন্দ্রর শবদেহ নিজের কাঁধে তুলে নিয়ে যান। সুরেন্দ্রর ছেলে এই ঘটনার পিছনে কংগ্রেস কর্মীদের হাত আছে বলে জানায়।
সুরেন্দ্রকে শেষ বিদায় দেওয়ার জন্য গ্রামে প্রচুর পরিমাণে ভিড় জমা হয়। আরেকদিকে গ্রামে উত্তেজনা যাতে ছড়িয়ে না পরে, সেইজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, রবিবার সকালে মৃত সুরেন্দ্র সিং এর ছেলে অভয় এই হত্যার পিছনে কংগ্রেসের কর্মীদের হাত থাকতে পারে বলে জানায়।
অভয় বলে, ‘ আমার বাবা ২৪ ঘণ্টাই স্মৃতি ইরানীর প্রচারে লেগে থাকত। স্মৃতি ইরানীর জয়ের পর বিজয় মিছিলও বের করা হয়। আর এটাই কংগ্রেস কর্মীরা সহ্য করতে পারেনি। এই জন্যই আমার বাবার হত্যা করে কংগ্রেসের দুষ্কৃতীরা। কংগ্রেসের কয়েকজন কর্মীর উপর আমাদের সন্দেহ আছে।”
#WATCH BJP MP from Amethi, Smriti Irani lends a shoulder to mortal remains of Surendra Singh, ex-village head of Barauli, Amethi, who was shot dead last night. pic.twitter.com/jQWV9s2ZwY
— ANI (@ANI) May 26, 2019
উত্তর প্রদেশ পুলিশ এই মামলাকে চরম গুরত্ব দিয়ে তদন্তে নেমে পড়েছে। উত্তর পুলিশ পুলিশের ডিজিপি ওপি সিং জানান, সাত জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা আশা করছি ১২ ঘণ্টার মধ্যে এই মামলার নিষ্পত্তি হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2YPVAhQ
Bengali News