মহারাষ্ট্রের গড়চিরৌলিতে নকশাল জঙ্গিরা আইইডি হামলা করে সি-৬০ ফোর্সের গাড়ি উড়িয়ে দেয়। নকশালের এই হামলায় ১৫ জন পুলিশ শহীদ হয়েছেন বলে খবর। এই ঘটনার পর ওই এলাকায় সেনা আর নকশালি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে। মহারাষ্ট্রের মন্ত্রী Sudhir Mungantiwar দুঃখ প্রকাশ করেন।
বুধবার সকালে নকশাল জঙ্গিরা এই হামলা চালায়। ওই এলাকায় সড়ক নির্মাণের জন্য যেই গাড়ি গুলো ব্যাবহার করা হয়, সেগুলোতে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয় কমিউনিস্ট জঙ্গিরা। এই ঘটনা পুলিশের কানে গেলে, তাঁরা তদন্ত করতে এলাকায় দিকে রওনা দেয়, সেই সময়ই আচমকা নকশাল জঙ্গিরা পুলিশের গাড়িতে হামলা করে। ওই হামলায় গাড়ির ড্রাইভার সমেত ১৫ জন পুলিশ জওয়ান শহীদ হন বলে খবর।
এর আগে নকশালী জঙ্গিরা রাস্তা নির্মাণের কাজে লাগা ২৭ টি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। শোনা যাচ্ছে এই হামলায় ১৫০ এরও বেশি কমিউনিস্ট নকশালী জঙ্গি যুক্ত আছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2PEsIpG
Bengali News