মানুষকে ধমক দেওয়ার স্বভাব আগাগোড়াই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ( Mamata Banerjee) আছে। আর আজও তেমনই কিছু দেখা গেলো। ফণীর বিরুদ্ধে মোকাবিলা করে খড়গপুর চন্দ্রকোনার দিকে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিল ওনার দেহরক্ষীরা। দিদির কনভয় দেখে পাড়ার কিছু ছেলেপেলে শুরু করে দিলো ‘জয় শ্রী রাম” বলা। দিদির কানেও গেলো। কানে যাওয়ার পরেই দিদি গাড়ি থামিয়ে দুম করে নেমে পড়লেন। সাথে দেহরক্ষীরাও নামলেন।
এই কান্ড দেখে যারা ‘জয় শ্রী রাম” ধ্বনি তুলছিল তাঁরা দে ছুট। ব্যাস সেটা দেখে আরও রেগে গেলেন মাননীয়া মমতা ব্যানার্জী। রেগে মেগে বললেন, ‘এই পালাচ্ছিস কেন? সব হরিদাস কোথাকার!” ব্যাস এটা বলেই মুখ ঘুরিয়ে নেন তিনি। তবে মুখ ঘোরানোর পর উনি এমন একটা কিছু বললেন, যেটাতে পুরো পরিস্কার না হলেও বোঝা গেলো যে, ওনার কাছে ‘জয় শ্রী রাম” মানে গালাগালির মত একটা কিছু!
এর আগেও এরাজ্যে জয় শ্রী রাম ধ্বনি তোলা নিয়ে বেশ কয়েকবার বিক্ষিপ্ত ঘটনা শোনা গেছে। এমনকি রাজ্যের একটি স্কুলে এক পড়ুয়া জয় শ্রী রাম বলাতে সেই স্কুলের মুসলিম শিক্ষক ওই বাচ্চাকে পিটিয়ে হাসপাতালে পর্যন্ত পাঠিয়েছে। তাঁর জন্য বেশ কদিন সরগরম ছিল রাজ্য রাজনীতি।
তবে আজকের এই ঘটনার পর দাবাং গিরি দেখানোর জন্য যেমন নিজের দলের কর্মীদের প্রশংসা কুড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তেমনই সোশ্যাল মিডিয়ায় ওনাকে নিয়ে চলেছে চরম নিন্দা এবং ট্রল। সবার মতে একজন মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে নেমে কচিকাচাদের ধমকানো শোভা পায়না। আবার একদল মানুষের মন্তব্য মুখ্যমন্ত্রী ‘জয় শ্রী রাম” ধ্বনিকে গালাগাল বলে, গোটা হিন্দু ধর্মের বদনাম করেছেন। তবে ফেণী ঝড় কেটে যাওয়ার পর এটাই এখন রাজ্যে সবথেকে চর্চিত বিষয় বস্তু হয়ে উঠেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2PUtgrL