লোকসভা নির্বাচনে কংগ্রেসের মহাসচিব আর রাজ্যসভা সাংসদ দিগ্বিজয় সিং (Digvijaya Singh) ভোপাল লোকসভা কেন্দ্রে নির্বাচনে লড়ছেন। আর ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর মাঠে নেমেছেন। ওই আসনে নির্বাচনের তারিখ যত সামনে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
গিরি মহারাজ ভোপালে প্রেস কনফারেন্স করে বলেন, ‘এখানে সনাতন ধর্মকে বিভক্ত করার কাজ চলছে। ধর্ম নিয়ে অনেকেই রাজনীতি করতে চাইছে। আর আমি হিন্দুত্বকে নিয়ে রাজনীতি করতে দেবনা। সনাতন ধর্ম নিয়ে রাজনীতি হবেনা।” আপনাদের জানিয়ে রাখি, কংগ্রেসের প্রার্থী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং একজন হিন্দু বিরোধী নেতা হিসেবেই পরিচিত। এমনকি উনি হিন্দুদের সন্ত্রাসবাদী বলেও আখ্যা দিয়েছেন।
দিগ্বিজয় সিং এর জয় নিয়ে গিরি মহারাজ প্রতিজ্ঞা করে বলেন, ‘ আগামী ৫ তারিখ ৫ কুইন্টাল লাল লঙ্কা দিয়ে এখানে যজ্ঞ করা হবে, যজ্ঞের জন্য ব্যাবহৃত লঙ্কা দিয়ে কোন ধোঁয়া বেরাবে না। আর আমি দাবি করে বলছি এই কারণেই দিগ্বিজয় সিং এর জয় হবে। আর যদি কোন কারণ বশত জয় না হয়, তাহলে আমি ওই যজ্ঞের মধ্যেই জীবিত সমাধিস্ত হব।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2DFSqFy
Bengali News