মুর্শিদাবাদের ডোমকলের পর এবার উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি। সকাল বেলায় মুর্শিদাবাদের ডোমকলে ভোট দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের গুণ্ডাদের হাতে আক্রান্ত হন বিজপির দুই মহিলা সমর্থক। তাঁদের রাস্তায় বেধড়ক মারধর করে হাসপাতালে ভর্তি করে তৃণমূলের গুণ্ডারা। আর এবার মুর্শিদাবাদের পর উত্তপ্ত হয়ে উঠলো কুশমণ্ডি।
অভিযোগ, কুশমণ্ডির চাঁদপুরে ভোটের লাইন থেকে ভোটারদের বের করে মারধর করে তৃণমূলের গুণ্ডারা। যদিও সমস্ত অভিযোগ খারিজ করেছে তৃণমূল! তৃণমূলের অনুসারে বিজেপির কর্মীরা তৃণমূলকে আক্রমণ করে তাঁদের মারধর করেছে। এই ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
তাছাড়াও কুশমণ্ডির ভেলাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের উপরে নজরদারি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেখানে ভোট ম্যাশিনের পিছনেই রয়েছে একটি জানালা। আর সেখান থেকেই ভোটাররা কাকে ভোট দিচ্ছে তাতে নজর রাখছে তৃণমূলের নেতারা।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2KXCvIR
Bengali News